নীতা আম্বানি নাকি সকালবেলার চা খান জাপানের নামী ব্র্যান্ড ‘নোরিটেক’-এর চিনামাটির কাপ থেকে।
নীতা আম্বানি
শেষ আপডেট: 31 May 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাপন ফের আলোচনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ব্যবহার করা চায়ের কাপ, শাড়ি ও হীরের আংটির দাম সংক্রান্ত নানা তথ্য। জানা যাচ্ছে, নীতা আম্বানি নাকি সকালবেলার চা খান জাপানের নামী ব্র্যান্ড ‘নোরিটেক’-এর চিনামাটির কাপ থেকে।
প্রতিটি কাপের গায়ে থাকে সোনা ও প্ল্যাটিনামের কাজ। একটি সম্পূর্ণ সেটে ৫০টি কাপ, যার মোট দাম প্রায় ১.৫ কোটি টাকা। অর্থাৎ একেকটি কাপের দাম প্রায় ৩ লাখ টাকা। এই কাপগুলি তৈরি হয় শ্রীলঙ্কায়, যেখান থেকে মাঝেমধ্যেই বিলাসবহুল ডিনার সেট কিনতে যান নীতা। সেখানকার দাম তুলনামূলক কম হলেও ভারতে সেইসব সেটের দাম পৌঁছে যায় লক্ষ ছুঁইছুঁই।
শুধু কাপ বা ডিনার সেট নয়, হীরের অলংকারের দিকেও নীতার ঝোঁক বরাবরের। 'মঙ্গল উৎসব'-এ তিনি যে আংটি পরেছিলেন, সেটির নাম ‘Mirror of Paradise’। এটি ৫২.৫৮ ক্যারাটের একটি হীরা, যার দাম প্রায় ৫৩ কোটি টাকা।
এছাড়া তাঁর একটি শাড়িও বহুবার শিরোনামে এসেছে। ‘বিবাহ পট্টু’ নামের ওই শাড়িতে ছিল নাথদ্বারার কৃষ্ণমূর্তির চিত্র, সঙ্গে সোনা, হীরা ও নানা মূল্যবান রত্নের কাজ। শাড়িটির দাম প্রায় ৪০ লক্ষ টাকা। এমন অমূল্য সামগ্রী ব্যবহারের কারণেই নীতা আম্বানি ও তাঁর পরিবারের রাজকীয় জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই।