শেষ আপডেট: 10th November 2024 22:45
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক ভাঙার খবরে সরগর গোটা বলিউড। তবে এখনও মুখে কুলুপ তারকা দম্পতির। বলিপাড়ায় এখন এই একটাই আলোচনা। বিচ্ছেদের জল্পনার মাঝে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁদের। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেকও। পাপারাৎজিরাও একই প্রশ্ন করছেন। তাতে উত্তর দিচ্ছেন না দু'জনের কেউই।
এভাবে প্রায় এক বছরেরও বেশি সময় পেরিয়েছে। নানা ঘটনা প্রবাহ বারবারই জল্পনার আগুন উস্কে দিয়েছে। এ বার যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল তা হল, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের প্রেম। শোনা যায় ‘দসভি’ ছবিতে অভিনয় করার সময়ই অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়ান নিমরত। তবে সেই ছবি মুক্তি পাওয়ার বেশ কিছু দিন কেটে গিয়েছে।
তা সত্ত্বেও নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়েছে। আর তার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নিমরতকে ঐশ্বর্যার প্রসঙ্গ টেনে অভিষেককে 'ভাগ্যবান' বলতে শোনা গিয়েছে। 'দসভি' ছবির মুক্তির আগে প্রচার পর্বে এক সাক্ষাৎকারে স্ত্রী ঐশ্বর্যার সম্পর্কে অনেক কথা বলেছিলেন অভিষেক।
অভিষেক বলেন, 'আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ। বাইরে শুটিং করতে গেলে আমার স্ত্রীই খাবার অর্ডার করেন। এক কথায় আমি ওর উপর অনেকটা নির্ভরশীল। আমার মনে হয় ঐশ্বর্যা আছে বলেই, কোনও চিন্তা নেই আমার। খুব খেয়াল রাখে। কখনও কখনও সারা দিনের ব্যস্ততার মাঝে যদি আমি একবারও ফোন না করি, ও নিজেই সময় বের করে আমাকে ফোন করে নেবে। শুধু তাই নয় বিকেল হতে না হতেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে আমি খেয়েছি কিনা। দুপুরে ওই আমাকে খাবার অর্ডার করে দেয় বেশিরভাগ সময়।
তিনি আরও বলেন, 'প্রথমে একবার আমাকে ফোন করবে। তারপর জেনে নেবে যে আমি আদৌ কী খেতে চাই। তারপর রুম সার্ভিস কে ফোন করে দেবে। আর আমি আমার পছন্দ মতো খাবার পেয়ে যাব। এতদিনে তো ঐশ্বর্য জেনেও গিয়েছে, ও যদি না বলে তাহলে আমি হয়তো সারাদিন না খেয়েই কাটাব।'
এই সব কথা শুনে নিমরত সঙ্গে সঙ্গে বলেন, 'গোটা ব্যাপারটাই কী মিষ্টি! সম্পর্ক তো এমনই হওয়া উচিত। তুমি খুব ভাগ্যবান।' এই পুরনো ভিডিওটিই আবার নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।