শেষ আপডেট: 5th February 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: এটা গল্প হলেও পারত, ওলটপালট করে ফেলা যেত পাতা। তবে তা হয়নি। ফেব্রুয়ারি আপনার কাছে প্রেমের মাস হলেও গত বছর এই মাসই কেড়ে নিয়েছিল নীলাঞ্জনা শর্মার আদরের আশ্রয়কে। প্রয়াত হয়েছিলেন তার মা অঞ্জনা ভৌমিক। ফেব্রুয়ারি আপনার কাছে প্রেমের মাস হলেও নীলাঞ্জনার কাছে কিন্তু নয়। এ মাস তাঁর কাছে হারানোর মাস। মায়ের একটি ছবি পোস্ট করেছেন অঞ্জনা। ছবিতে হাসিহাসি মুখে অঞ্জনা। পোষ্যদের নিয়ে কোনও এক আনন্দের সময়ে ফ্রেমবন্দি করা হয়েছিল সেই মুহূর্ত। মায়ের সামনে ঠায় বসে তিনি। অনুচ্চারিত শব্দের অনুরণন যেন গোটা ছবি জুড়ে। এ দিন মায়ের বাৎসরিক কাজ ছিল নীলাঞ্জনার। তা সারতেই গোটা দিন কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি।
গত বছর ফেব্রুয়ারি মাসেই মারা যান অঞ্জনা ভৌমিক। দীর্ঘ দিন ধরেই লড়াই করছিলেন বার্ধক্যজনিত অসুখের সঙ্গে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিন দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র: ‘নিশিবাসর’, ‘প্রথম বসন্ত’, ‘মহাশ্বেতা’, ‘নায়িকা সংবাদ’, ‘থানা থেকে আসছি’ ইত্যাদি।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার' প্রদান করে। এ ছাড়া তিনি বহু পুরস্কারে ভূষিত হন। তাঁর মৃত্যুতে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অঞ্জনা ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’
অঞ্জনার জন্মগত নাম ছিল আরতি ভৌমিক,। মাত্র ২০ বছর বয়সে বাংলা চলচ্চিত্র জগতে অভিষেক হয় তাঁর। ছবির নাম 'অনুষ্টুপ ছন্দ'। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন বহু ছবিতে। আজ তিনি নেই। রয়েছেন তাঁর দুই মেয়ে। দু'জনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, যিশু সেনগুপ্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে নীলাঞ্জনার। এ খবর তারা প্রকাশ্যে না আনলেও আর কারও অজানা নয়। তবে এই কঠিন সময়ে নীলাঞ্জনার শক্তি দুই মেয়ে সারা ও জারা। তাঁদেরকে আঁকড়িয়েই কাজ নিয়ে ভাল আছেন নীলাঞ্জনা শর্মা।