শেষ আপডেট: 18th October 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪ হলেন মধ্যপ্রদেশের নিকিতা পরওয়াল। ফার্স্ট রানার-আপ রেখা পাণ্ডে। তাঁর মাথায় বুধবার মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া-সহ অন্যান্যরা।
নিকিতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একটি জনপ্রিয় টিভি চ্যানেলের উপস্থাপক হিসেবে। পরে ফ্যাশন জগতে প্রবেশ। বুধবার নিজের মুকুটে এই পালক জুড়ে নেওয়ার পাশাপাশি তিনি সরাসরি ঢুকে গেলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায়।
বুধবার মুম্বইয়ে বসেছিল মিস ইন্ডিয়ার আসর। যার শুরুটা হয় সংগীতা বিজলানির অসাধারণ পারফরমেন্স দিয়ে। নেহা ধুপিয়া, রাঘব জুয়াল, অনুষা দান্ডেকার-সহ বলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন এখানে।
এর আগে ঐশ্বর্য রাই বচ্চন (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তা মুখী (১৯৯৯), প্রিয়ঙ্কা চোপড়া (২০০০), মানুসী ছিল্লর (২০১৭) সালে এই খেতাব জিতেছেন এবং একই সঙ্গে মিস ওয়ার্ল্ডে যাওয়ার সুযোগ পেয়ে সেই খেতাবও জিতেছেন।
চলতি বছর ৬০-এ পা দিল এই প্রতিযোগিতা। যার জন্য রাইস অফ কুইন বলে একটি গানও রিলিজ় করা হয়। যা এই মুহূর্তে বিভিন্ন প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।