শেষ আপডেট: 2nd January 2025 21:15
বছরের শুরুতেই চমকে দিয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। নিউ ইয়ার পার্টি থেকে নিখিলের ঘনিষ্ঠ ছবি শেয়ার করে লিখেছিলেন, 'হ্যালো নিখিল'। ২৪ ঘণ্টা পার হতে না হতেই আরও এক চমক। পাল্টা ছবি দিয়ে নিখিলও যে দূর করলেন ধোঁয়াশা।
গত বছর শেষের দিন একসঙ্গেই ছিলেন তাঁরা। নতুন বছর শুরুও করেছেন এক সঙ্গে। সেই প্রমাণই সামনে এনে একটি ছবি শেয়ার করে নিয়েছেন নিখিল। ছবিতে অবশ্যই হাজির সৌরসেনী। নিখিল তাঁর কোমর জড়িয়ে, আদরে মাখামাখি ছবি কি তবে সৌরসেনীর 'হ্যালো নিখিল'-এর উত্তর? নেটমাধ্যম বলছে তেমনটাই।
সৌরসেনী ও নিখিলের প্রেমের চর্চা আজকের নয়। নিখিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বস্ত্র বিপণনের সঙ্গে যুক্ত তিনি। রয়েছে পোশাকের ব্র্যান্ডও, নাম 'রঙ্গোলি'। এই রঙ্গোলিরই 'মুখ' সৌরসেনী। অতীতে সৌরসেনীর জন্মদিনেও এক ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছিলেন নিখিল।
তবে অফিসিয়ালি প্রেমের মান্যতা দেননি কেউই। নিখিলের টলিউড যোগ যদিও আজকের নয়। ২০১৯ সালে বুদাপেস্টে প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে 'বিয়ে' করেছিলেন তিনি। যদিও দুই বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। নুসরত সেই 'বিয়ে' অস্বীকার করেন। যদিও সে সব অতীত। আগামী দিনে নিখিল ও সৌরসেনীর সম্পর্ক কোন পথে এগোয় এখন সেটাই দেখার।