শেষ আপডেট: 1st January 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: এসেছে ২০২৫। ৩১ ডিসেম্বর রাতে টলিউড থেকে বলিউড মেতে উঠেছিল উদযাপনে। আর এই উদযাপনের নানা ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অত্যধিক মদ্যপানে নায়িকার পা পিছলে পড়ে যাওয়া থেকে শুরু করে চর্চিত প্রেমিকার সঙ্গে গোপন ডেট-- পাপারাৎজির ক্যামেরায় বাদ গেল না কিছুই।
তবে এরই মধ্যে যে টলি-বলি মিলিয়ে যে দুই ছবি 'টক অব দ্য টাউন' তা নিয়েই আলোচনা করা যাক এই প্রতিবেদনে।
এই যেমন বহুদিন ধরেই টলিউডে রটনা প্রেমের সম্পর্কে আছেন নিখিল জৈন ও সৌরসেনী মৈত্র। নিজেরা কোনওদিন এই খবর স্বীকার না করলেও এ দিন সেই নিখিলেরই গলা জড়িয়ে সৌরসেনী লিখলেন, 'হ্যালো ২০২৫। হ্যালো নিখিল।" হালফিলের ট্রেন্ড অনুযায়ী, তারকারা সম্পর্ককে শিলমোহর দিতে বেছে নেন ইনস্টাগ্রামকেই। তার এক পোশাকি নামও আছে 'ইনস্টা অফিসিয়াল'। এ ক্ষেত্রেও কি ঘটেছে তেমন কিছুই? ইঙ্গিত কিন্তু সে দিকেই।
ওদিকে আবার নিজের শাহরুখ পুত্র আরিয়ান খান নিজস্ব বিপণন সংস্থা থেকে এক পার্টি দিয়েছিলেন। সেখানেই চুপিসারে হাজির থাকতে দেখা গেল তাঁর চর্চিত ব্রাজিলিয়াল প্রেমিকা লারিসাকে। ক্যামেরা দেখেই যদিও মুখ লুকোতে দেখা গেল তাঁদের। আর এই গোপনীয়তাই উস্কে দিল হাজারও জল্পনার।
এখানেই শেষ নয়, আরিয়ানের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে অনেকেই দাবি করছেন, তিনি নাকি আকণ্ঠ মদ্যপান করেছেন। টলমল পায়ে হেঁটে তাঁকে গাড়িতে উঠতে দেখে এমনটাই মনে করছেন অনেকেই। যদিও এ নিয়ে মুখ খুলবেন না আরিয়ান। ঠিক যেমন প্রেম নিয়েও তিনি এক্কেবারে 'স্পিক্টি নট'।