শেষ আপডেট: 19th March 2022 10:20
দ্য ওয়াল ব্যুরো: দোলের রঙে রঙিন হলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া (Nick Priyanka Holi)। লস এঞ্জেলসের (Los Angeles) বাড়িতেই একগুচ্ছ রঙ নিয়ে হোলি উদযাপনে মাতলেন তাঁরা (Holi)। বিদেশের মাটিতে দেশি হোলি কাকে বলে চিনিয়ে দিলেন তারকা দম্পতি।
Jalsa Review: এক রাশ আঁধারে ঝলমলিয়ে উঠলেন বিদ্যা, শেফালী
লস এঞ্জেলসে সম্প্রতি নতুন বাংলো বানিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। মেয়েকে নিয়ে সেখানেই থাকছেন। শনিবার হোলির সকালে সুদূর সেই ক্যালিফোর্ণিয়াতেই দেশি হোলি খেললেন বলিউডের ‘দেশি গার্ল’।
শনিবার সকালেই নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া দুজনের অ্যাকাউন্ট থেকে হোলি উদযাপনের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে রঙিন আবির মাখিয়ে দিচ্ছেন নিক। আবার নিকের গালে রঙের ছোঁয়া বুলিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। দৌড়ঝাঁপ করে চুটিয়ে রঙ খেলছেন তাঁরা।
এখানেই শেষ নয়, হোলিতে আর পাঁচটা ভারতীয়ের মতো স্পেশাল খাবারও খেতে দেখা গেছে নিককে। বড় একটা বাগানে অনেকে মিলে একসঙ্গে হোলি খেলেছেন তাঁরা।
একটি ভিডিওতে দেখা গেছে নীলরঙা আবির মেখে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে কাছে ডাকছেন নিক। তারপর দুজনে ঘনিষ্ঠ হয়ে একে অপরকে চুম্বন করছেন। দু’হাত ভরে রঙও মাখাচ্ছেন একে অপরের গালে। আদরে মাখা নিক-প্রিয়াঙ্কার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। গালে গাল ঘষে যেভাবে হোলি খেলছেন তাঁরা, দেখে একেবারে গলে গেছেন তাঁদের ভক্তরা। স্বামী-স্ত্রীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।