Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
Nick praises Priyanka motherhood

'আগেই জানতাম প্রিয়াঙ্কা অসম্ভব ভাল মা হবে,' কেন এমনটা মনে করেন নিক?

২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে ২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা মালতি মারি চোপড়া জোনাস। 

'আগেই জানতাম প্রিয়াঙ্কা অসম্ভব ভাল মা হবে,' কেন এমনটা মনে করেন নিক?

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে ২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা মালতি মারি চোপড়া জোনাস। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিউ ইয়র্কের ড্রামা লিগ অ্যাওয়ার্ডসে Access Hollywood-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কার মাতৃত্ব নিয়ে প্রশংসা করেন নিক জোনাস। বলেন, “ওর মধ্যে সহানুভূতি, সহমর্মিতা এবং ভালবাসা এতটাই গভীর, যা ওকে শুধু একজন ভাল মানুষ নয়, একজন অসাধারণ মা-ও বানিয়েছে। এই যাত্রায় ওর সঙ্গী হতে পারাটা আমার কাছে আশীর্বাদের মতো। আমি আগে থেকেই জানতাম ও খুব ভাল একজন মা হতে পারবে।”

নিক জানান, মাদার্স ডে উপলক্ষে স্ত্রী ও মেয়ের জন্য একটি বিশেষ পিকনিকের আয়োজন করেছিলেন তিনি। সে পরিকল্পনার উৎস ছিল ভাই জো জোনাস। নিকের কথায়, “জো দারুণ আইডিয়া দেয়। ও বলল, ‘এই জিনিসটা দারুণ, করতেই হবে।’ আমরাও করলাম। আর অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত।”

মাদার্স ডে-র দিন ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা ও মালতির সঙ্গে পিকনিকের ছবি শেয়ার করেন নিক। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত এসএস রাজামৌলির ছবি SSMB29-এ, যেখানে তাঁর বিপরীতে থাকছেন মহেশ বাবু। এছাড়াও রয়েছে Citadel Season 2, Heads of State ও The Bluff-এর মতো প্রজেক্ট। সম্প্রতি মেট গালাতেও নজর কেড়েছেন নিক-প্রিয়াঙ্কা জুটি।
 


ভিডিও স্টোরি