Latest News

বড়দিনের নতুন সাজে নজর কাড়লেন বলিতারকারা, দেখে নিন এক ঝলক

দ্য ওয়াল ব্যুরো: শীতের সবচেয়ে বড় উৎসবে মেতে উঠেছেন সারা বিশ্বের মানুষ। তবে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কারণে এখনও আতঙ্কে কাটছে অনেকের। হালকা নয়, এবার বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পড়েছে সর্বত্র। সেই সুযোগে বলি সেলেবরাও দুর্দান্ত ফ্যাশনে নজর কেড়েছেন ইতিমধ্যেই। অন্যান্য বছরের মতো ক্রিসমাসে সারারাত পার্টি তো এবার কেউই করেননি। কেউ ঘরে বসে, কেউ বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, এমন দৃশ্যই চোখে পড়েছে এই বছর। দেখে নিন তার মধ্যেই কীভাবে সেজেছেন তাঁরা –

নিক-প্রিয়াঙ্কা –

লন্ডনে রয়েছেন এখন দু’জনে। কিন্তু সেখানকার শীত যেন ছুঁয়েও দেখতে পারছেনা তাঁদের, এমনই পোশাক। দুজনেই লম্বা পাফার জ্যাকেট। নিক পড়েছেন কালো জ্যাকেট। অন্যদিকে প্রিয়াঙ্কার সাদা জ্যাকেট সঙ্গে বড় সানগ্লাসও নজর কেড়েছে সকলের।

অনন্যা পান্ডে –

বাড়িতেই কাটিয়েছেন তিনি। ঘরটাকেই সাজিয়েছেন সুন্দর করে। ক্রিসমাস মানেই তাতে লালের ছোঁয়া তো রাখতেই হয়। তাই লাল সয়েটার পরে ছবি পোস্ট করেছিলেন অন্যান্য। সোয়েটারের সঙ্গে ম্যাচ করেই পরেছিলেন বেজ কালারের প্যান্ট, হালকা মেকআপ, কানে গোল্ডেন হুপ।

সোহা আলি খান –

বাড়িতেই পরিবারের সঙ্গে নিভৃতে সময় কাটিয়েছেন সোহা। তবে চমকে দিতেও কিন্তু ভোলেননি। ক্রিসমাসের আগের দিন মা-মেয়ের ম্যাচিং ড্রেসের ফ্যাশন অনেকেরই নজর কেড়েছে। ঘরেই সাজিয়েছেন ক্রিসমাস ট্রি। তার সামনে বসেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহা।

করিনা-সেফ –

ক্রিসমাসের স্পেশ্যাল সাজে তাক লাগিয়ে দিয়েছেন করিনা। শীতের সন্ধেয় পরেছিলেন ওয়ান সোল্ডার ব্ল্যাক ড্রেস! গলায় পরেছিলেন হিরের গয়না। তাঁর সঙ্গে ম্যাচ করে সেফ পরেছিলেন কালো পাঞ্জাবি। বলিউডের অন্যতম হট কাপলের এই সাজের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোনালি বেন্দ্রে –

বাড়িতেই উদযাপন করেছেন সোনালি। ক্রিসমাসের সন্ধে বলেই পরেছিলেন লাল ঢিলে শার্ট। সঙ্গে হালকা রঙের ডেনিম জিন্স। বাড়িতে কাটালেও সাজের মধ্যে রেখেছিলেন উৎসবের ছোঁয়া।

You might also like