Latest News

বিশ্বের প্রথম সারির মার্শাল আর্টিস্টদের তালিকায় বিদ্যুৎ জামাল, উচ্ছ্বসিত ভক্তকুল

দ্য ওয়াল ব্যুরো: দুনিয়ার প্রথম সারির মার্শাল আর্টিস্টদের মধ্যে তিনিও একজন। গুগলের প্রকাশিত তালিকা তুলে ধরে অনুরাগীদের প্রশংসা কুড়লেন অভিনেতা বিদ্যুৎ জামাল।

দীর্ঘদিন ধরে দেশজ মার্শাল আর্ট ‘কালারিপায়াত্তু’ অনুশীলন করে চলেছেন ‘কম্যান্ডো’ খ্যাত অভিনেতা। কালারিপায়াত্তু আদতে পুরাতন যুদ্ধ বিষয়ক খেলা, যার জন্ম কেরলায়। এ ছাড়া কর্নাটক, তামিলনাড়ুতেও এর প্রচলন রয়েছে। ৩ হাজার বছরের প্রাচীন এই মার্শাল আর্ট হিন্দু ধর্ম, দর্শন, যোগ ও আয়ুর্বেদ থেকে গভীরভাবে অনুপ্রাণিত। এতে গুরু-শিষ্য পরম্পরারও ব্যাপক প্রভাব রয়েছে।

এদিকে জেট লি, ব্রুস লি, জ্যকি চ্যান, ডনি ইয়েনদের সঙ্গে এক পঙক্তিতে উঠে আসার পর রীতিমতো উচ্ছ্বসিত জামাল। গর্বিত তাঁর ভক্তরাও। একজন ইনস্টাগ্রামে জামালের পোস্টের নীচে কমেন্ট করেন, ‘তুমি ভারতীয় সংস্কৃতিকে অন্য উচ্চতায় নিয়ে গেছ। তোমায় কেউ হারাতে পারবে না।’

অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও ২০১৮ সালে লুপার্স লিস্টে শীর্ষ মার্শাল আর্টিস্টদের দলে ঠাঁই করে নেনেন তিনি। দেশের আর কোনও অভিনেতা এই সম্মানজনক তালিকায় জায়গা পাননি।

Demolition Man Vidyut Jammwal debunks 4 fitness myths you thought were true  | Hindustan Times

ঠিক কোন মন্ত্রশক্তিতে অসাধ্য সাধন করেছেন জামাল? তা জানাতেই গত বছর সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপিংস পোস্ট করেন তিনি। ৮ মিনিটের ভিডিওতে অভিনেতা দেখান অনুশীলনের কলাকৌশল। যার পোশাকি নাম ‘কালারি থার্ড আই ট্রেনিং’। উল্লেখ্য, কালারিপায়াত্তুর সংক্ষিপ্ত নাম ‘কালারি’। যার আসল অর্থ ‘যুদ্ধক্ষেত্র’। ভিডিওটি আমজনতার বোঝার সুবিধার জন্য ব্যাখ্যাও করেন জামাল। লেখেন, ‘মন অন্ধ হলে চোখ গুরুত্বহীন। এই টেকনিক আসলে একজন মানুষের বিবর্তন ঘটায়। ধারাবাহিকতা ও অধ্যবসায় দিয়ে এর অনুশীলন চালিয়ে যেতে হয়।’

পরে অনুগামীদের প্রশ্নের জবাবে অভিনেতা জানান, আজ নয়। দীর্ঘদিন ধরে তিনি এর চর্চার সঙ্গে যুক্ত। আগামী দিনে বলিউডের পাশাপাশি মার্শাল আর্টের ময়দানেও তিনি নিজেকে সফলভাবে মেলে ধরতে চান। গত বছরই লক্ষ্যকে লুকিয়ে না রেখে সবার সামনে হাজির করেছিলেন প্রতিভাবান জামাল।

You might also like