শেষ আপডেট: 26th December 2021 05:25
দ্য ওয়াল ব্যুরো: এখনও নতুন বর বউয়ের গা থেকে বিয়ের গন্ধ যায়নি। বিয়ের পর প্রথম ক্রিসমাস একসঙ্গে উদযাপন করলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় আদরমাখা ছবি পোস্টও করলেন নব দম্পতি।
বড়দিনে ক্রিসমাস স্পেশাল ছবি শেয়ার করেছেন ভিকি। ক্যাটরিনাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। নতুন বউকে যে একেবারে চোখে হারাচ্ছেন তিনি, তা বলার অপেক্ষা রাখে না আর।
এদিন ইনস্টাগ্রামে এই আদরমাখা ছবি শেয়ার করেছেন ভিকি কৌশল। সেখানে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে শক্ত করে জড়িয়ে রেখেছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে রয়েছে বড়দিনের সাজ। একটি ক্রিসমাস ট্রি-ও দেখা গেছে এই ছবিতে। দুজনের মুখেই লেগে রয়েছে আকর্ণ হাসি। এই ছবি পোস্ট করেই সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
ডিসেম্বরের ৯ তারিখ রাজস্থানের বিলাসবহুল দুর্গে সাড়ম্বরে বিয়ে সেরেছেন ভিকি ক্যাটরিনা। তাঁদের সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভক্ত অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের নতুন এই দম্পতিকে। এবার বিয়ের পর প্রথম ক্রিসমাস কাটালেন ভি-ক্যাট। ভাগ করে নিলেন নিজেদের আনন্দের সেই মুহূর্ত।