শেষ আপডেট: 24th September 2018 12:41
সিডনি বিমানবন্দরে বর্ণবৈষম্যের শিকার শিল্পা শেট্টি
দ্য ওয়াল ব্যুরো: সিডনি বিমানবন্দরে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। এমনটাই অভিযোগ জানিয়েছেন শিল্পা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই নিয়ে লিখেছেনও অনেক কিছু। শিল্পা জানিয়েছেন, সিডনি থেকে মেলবোর্ন যাচ্ছিলেন তিনি। যাওয়ার সময় সিডনি বিমানবন্দরেই গ্রাউন্ড স্টাফেরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ জানিয়েছেন শিল্পা। তিনি বলেন, অকারণে তাঁর হ্যান্ড ব্যাগ খালি করতে বলেন এক গ্রাউন্ড স্টাফ। শুধু তাই নয় ব্যাগের ওজন বেশি এমন দাবি করে ওই গ্রাউন্ড স্টাফ ওভারসিজড লাগেজ কাউন্টারেও পাঠিয়ে দেন শিল্পার ব্যাগ। অথচ শিল্পার দাবি, তাঁর হ্যান্ড ব্যাগের বেশিরভাগ অংশই খালি ছিল। কিন্তু বিমানবন্দরের কর্মী বলেছেন, ওই ব্যাগ নাকি এতই বড় যে সেটা কেবিন লাগেজে নেওয়া যাবে না। শিল্পার অভিযোগ, ব্যাগ ওজন করানোর পরেও তাঁকে বোর্ডিং পাস দিতে রাজি হয়নি ওই গ্রাউন্ড স্টাফ। যে ব্যাগ নিয়ে এত সমস্যা তার ছবি ইনস্তাগ্রা,এ পোস্ট করেছেন শিল্পা। সঙ্গে প্রশ্ন তুলেছেন যে সত্যিই কি তাঁর ব্যগটা এতই বড় যে কেবিন লাগেজ হিসেবে নেওয়া যাবে না? কোয়ান্টাস এয়ারলাইন্সের যাত্রী ছিলেন শিল্পা। গোটা ঘটনা বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আনার জন্যই ইনস্টাগ্রামে বিষয়টা শেয়ার করেছেন শিল্পা। https://www.instagram.com/p/BoDOpZLhxBH/?taken-by=theshilpashetty তবে এটাই প্রথম নয়। এর আগেও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন শিল্পা শেট্টি। ২০০৭ সালে রিয়েলিটি শো' বিগ ব্রাদার'-এর প্রতিযোগী ছিলেন শিল্পা। সেখানেই বর্ণবিদ্বেষের শিকার হন তিনি। তবে সেসবে পাত্তা দেননি শিল্পা। বরং জিতে ফিরেছেন প্রতিযোগিতা।