
করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, সিঙ্গাপুর থেকে জানালেন অভিনেত্রী
দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গত ৭ মার্চ সিঙ্গাপুরে গিয়েছিলেন ঋতুপর্ণা। করোনা সংক্রমণ ধরা পড়ায় এখন সেখানেই অন্দরবাসে আছেন তিনি।
সোমবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে কোভিড আক্রান্ত হওয়ার খবর জানান ঋতুপর্ণা। তিনি জানিয়েছেন, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি অ্যাসিম্পটোমেটিক। চিকিৎসা চলছে। ইনস্টা পোস্টে অভিনেত্রী লিখেছেন, “আমি কোভিড আক্রান্ত, তবে সকলকে জানাতে চাই আমি সুস্থ আছি। সমস্ত নিয়ম মেনেই চিকিৎসা চলছে। ডাক্তারদের পরামর্শ মেনে চলছি। এখন আমি সিঙ্গাপুরে। একটি কোভিড রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে আছি। সকলকে অনুরোধ করছি আপনারা শান্ত ও নিরাপদে থাকুন। আমার পরিবারের সকলেই সুস্থ আছেন।”
টলিউডে কোভিডের থাবা শুরু হয়েছিল ভবানীপুরের মল্লিকবাড়ি দিয়ে। রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী, মেয়ে কোয়েল মল্লিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোয়েলের স্বামী তথা প্রযোজক নিসপাল রানেও করোনা আক্রান্ত হয়েছেন। তারপর একে একে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সোহম থেকে আবির চট্টোপাধ্যায় অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর শরীরেও করোনা ধরা পড়ল।
কিছুদিন আগে নুসরত জাহানকে নিয়ে খবর রটেছিল তিনি করোনা আক্রান্ত। নুসরতের আপ্তসহায়ক জানিয়েছিলেন, অভিনেত্রীর জ্বর এসেছে। এখনই কোভিড টেস্ট করার কথা তাঁকে বলেননি চিকিত্সকরা। কোভিড আক্রান্ত হওয়ার খবর পুরো গুজব।