শেষ আপডেট: 21st December 2020 08:07
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে হঠাৎ রটে যায়, ‘মহাগুরু’ অসুস্থ! ফুড পয়জনিং তথা খাবারে বিষক্রিয়া থেকেই নাকি পেটে খুব যন্ত্রণা শুরু হয়েছে। এতটাই যে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় নেই। মুসৌরিতে এখন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর শ্যুটিং চলছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেকই ছড়িয়েছিলেন খবরটা। বলেছিলেন, আউটডোর শ্যুটে খাবারের বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তখনই শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর শুনে কলকাতায় মহাগুরুর অনুগামীদের যা হয়, তাই হয়েছে। হই হই পড়ে গেছে। কিন্তু সোমবার দুপুরে মুসৌরিতে ফোন করে জানা গিয়েছে, ‘ব্যাপারটা বিবেক একটু বেশিই চড়িয়ে দিয়েছেন। ধুর্ আজও শ্যুট’ চলছে। এমনিতে শ্যুট বাতিলের ব্যারাম মিঠুনের কোনও কালে ছিল না। বরাবরই মুডি। কিন্তু শ্যুটের ব্যাপারে খুবই পেশাদার। গত চার দশকে শরীর খারাপের জন্য তাঁর শ্যুট বাতিলের বিশেষ ঘটনা কখনও হয়নি। ভাল কথা। কিন্তু ভক্তরা বলছেন, আচ্ছা দাদা যখন আজ শ্যুট করছেন, দেখি একটা ছবি! জবাবে তখন বলা হচ্ছে, না না ওটি হবে না। দ্য কাশ্মীর ফাইলসে মহাগুরুকে নাকি দেখা যাবে এক্কেবারে ‘ডিফারেন্ট লুকে’। ওটাই চমক। ওটা এখন ‘রিভিল’ করা যাবে না। ওটা দিয়েই তো প্রোমো হবে। তবে হ্যাঁ দাদার, পেট খারাপের কথা শুনে কাছের লোকেরা অনেকে হাসাহাসি করছেন। ৫০ সালের ১৬ জুন মিঠুনের জন্ম। ৭০ বছর বয়স হয়ে গিয়েছে। শ্যুটিংয়ের সেটে এখনও দিব্যি খেয়ে ফেলেন বাটার নান, কালি ডাল, কড়াই চিকেন, ফিশ ফ্রাই। কলকাতায় রিয়েলিটি শো'র শ্যুটিংয়ের সময়ও তাই। খাওয়া দাওয়ায় এখনও নিয়ন্ত্রণ নেই। মহাগুরু এরকমই।