শেষ আপডেট: 10th December 2020 13:13
দ্য ওয়াল ব্যুরো: এবার কোকেন সমেত গ্রেফতার হলেন বলিউডের এক মেক-আপ আর্টিস্ট। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। মাদক ছাড়াও তাঁর কাছে টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এই কাজে যুক্ত থাকার অভিযোগে এক অটোরিকশা চালককেও গ্রেফতার করেছে এনসিবি। এনসিবি সূত্রে খবর, বুধবার রাতে ওশিওয়ারা এলাকা থেকে দু’জনকে আটক করা হয়। বৃহস্পতিবার জেরা করার পরে গ্রেফতার করা হয় দু’জনকে। তাদের কাছে কোকেন পাওয়া গিয়েছে। এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সুরজ গোদাম্বে। তিনি পেশায় একজন মেক-আপ আর্টিস্ট। বেশ কিছু বড় প্রোডাকশন হাউসে কাজ করতেন তিনি। তাঁর সঙ্গে যাদব নামের এক অটোরিকশা চালককেও গ্রেফতার করা হয়েছে। যাদব এক নাইজেরিয়ান গ্যাংয়ের হয়ে কাজ করত। তার কাছ থেকেই মাদক নিতে গিয়েছিল সুরজ।” জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৬টি প্যাকেটে মোট ১১ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। এছাড়া আরও ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দু’জনকেই এদিন গ্রেফতার করে মুম্বইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাদের এনসিবি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মুম্বইয়ের সম্ভ্রান্ত আন্ধেরি এলাকার বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেন এনসিবি আধিকারিকরা। এছাড়া উদ্ধার হয় ১৩ লাখ ৫১ হাজার টাকা। সেইসঙ্গে গ্রেফতার করা হয় মাদক পাচারকারী রেগেল মহাকাল ও আজম শেখকে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল রেগেল। জুন মাসের ১৪ তারিখ বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তার তদন্ত করতে নেমেই মাদক যোগের কথা জানতে পারে পুলিশ। তারপরেই মাদক যোগে দীর্ঘদিন জেরা করার পরে গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও ভাই শৌভিককে। তাঁদের বিরুদ্ধে মাদক পাচারে সরাসরি যুক্ত থাকার অভিযোগ ছিল। এক মাস জেল খাটার পরে জামিন পান রিয়া। তিন মাস পরে জামিন পেয়েছেন তাঁর ভাই শৌভিকও। শুধু রিয়া বা শৌভিক নন, এই মাদক মামলায় একের পর এক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে এসেছে। এনসিবি দফতরে হাজিরা দিতে হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুল প্রীত সিংকে। দীপিকার ম্যানেজারকেও জেরা করে এনসিবি। কিছুদিন আগে জেরা করা হয়েছে অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর স্ত্রীকেও। বাড়িতে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লাম্বিচিয়াকে। যদিও তারপরে জামিন পেয়েছেন তাঁরা। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একের পর এক সেলিব্রিটির বাড়িতে হানা দিচ্ছেন এনসিবি আধিকারিকরা। এছাড়া উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকও। সেই তালিকায় নয়া সংযোজন বলিউডের এই মেক-আপ আর্টিস্ট।