Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার

দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলের আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখছে এনসিবি

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে ইতিমধ্যেই বলিউডের চার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে জেরা করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বি-টাউনের এই নায়িকাদের ফোন বাজেয়াপ্ত কর

দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলের আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখছে এনসিবি

শেষ আপডেট: 28 September 2020 04:22

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে ইতিমধ্যেই বলিউডের চার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে জেরা করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বি-টাউনের এই নায়িকাদের ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। এবার শোনা গিয়েছে তাঁদের আর্থিক লেনদেনের খুঁটিনাটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত শুক্রবার চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয়েছিল রকুল প্রীত সিংকে। এর পরের দিন অর্থাৎ শনিবার জেরা করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে। দীপিকাকে মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার এলাকায় ইভলিন গেস্ট হাউসে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির স্পেশ্যাল টিমের আধিকারিকরা। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলে জেরা। অন্যদিকে আলাদা ভাবে সারা এবং শ্রদ্ধা দু'জনকেই ৪ ঘণ্টারও বেশি সময় ধরে এনসিবির বালার্ড এস্টেটের জোনাল অফিসে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাকি বি-টাউনের সাতজন 'এ-লিস্টার'-কে সমন পাঠাতে চলেছে নারকোটিক্স ব্যুরো। তাঁদের মধ্যে প্রভাবশালী প্রযোজকরাও রয়েছে বলে শোনা গিয়েছে। তবে এনসিবি এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি। শোনা গিয়েছে, আপাতত বলিউডের অন্তত ৫০ জন তারকা এনসিবির র‍্যাডারে রয়েছেন। তাঁদের সকলের উপরেই নাকি কড়া নজর রয়েছে নারকোটিক্স ব্যুরোর তদন্তকারী আধিকারিকদের। এদিকে গত শনিবার ধর্মা প্রোডাকশনের প্রাক্তন এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদকে গ্রেফতার করেছে এনসিবি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই মাদক কাণ্ডে নাম উঠে এসেছিল তাঁর। গত শুক্রবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় এনসিবির টিম। এরপর ক্ষিতীশের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে তুলে নিয়ে নিজেদের দফতরে ফেরেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তারপর থেকে লাগাতার প্রায় ২৪ ঘণ্টা জেরা করার পরে শনিবার গ্রেফতার করা হয় ক্ষিতীশকে। গতকাল তাঁকে আদালতে পেশ করা হয়। তাঁকে ৯ দিনের জন্য এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এ যাবৎ যে ড্রাগ পেডলারদের এনসিবি গ্রেফতার করেছে তাদের জেরা করে বারবার এই ক্ষিতীশ প্রসাদের নাম উঠে এসেছে। সূত্রের আরও খবর, গত তিনমাসে নাকি একাধিক বার মাদক কিনেছিলেন ক্ষিতীশ। জানা গিয়েছে, ক্ষিতীশকে নিয়ে মোট ২০ জনকে এখনও পর্যন্ত মাদক কাণ্ডে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ক্ষিতীশ রবি প্রসাদ ছাড়াও ধর্মা প্রোডাকশনের এক এক্সিকিউটিভ ডিরেক্টর অনুভব চোপড়ার নাম জড়িয়েছে মাদক মামলায়।

ভিডিও স্টোরি