
খানদানি ভ্যাকেশন, সইফ-করিনাকে পিছনে ফেলে মধ্যমণি তৈমুর-ইনায়া
দ্য ওয়াল ব্যুরো: বছরে একটাই ছবি করবেন বলে ঠিক করেছেন করিনা কাপুর। কারণ বেবো তাঁর বেবিকে সময় দিতে চান।
এমনিতে পাপারাৎজি তৈমুরকে নিয়ে বড্ড বেশি মাতামাতি করে বলে মনে করেন করিনা। এই নিয়ে যে তিনি এবং সইফ বেশ চিন্তায় আছেন সে কথা বহুবার বলেছেন প্রকাশ্যে। তাঁদের আশঙ্কা তৈমুরের স্বাভাবিক শৈশবটাই না এইসবের জন্য নষ্ট হয়ে যায়। তাই সইফিনা জুটি ফ্ল্যাশের ঝলকানি থেকে খানিকটা দূরেই রাখতে চান ছেলেকে। কিন্তু তৈমুর তো স্টার কিড। বলা ভালো সে নিজেই এখন পেজ থ্রি স্টার। সোশ্যাল মিডিয়া থেকে খবরের কাগজ সবেতেই তৈমুর ট্রেন্ডিং। সঙ্গে অবশ্য এখন ছোট্ট বোন ইনায়াও রয়েছে। তৈমুরের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সোহা আলি খান এবং কুনাল খেমুর মেয়ে ইনায়াও।
https://www.instagram.com/p/BnPPQXGliiL/?utm_source=ig_share_sheet&igshid=1tyjcmi7ax8o8
এই সেলিব্রিটি ফ্যামিলির সেভাবে একসঙ্গে সময় কাটানো হয়ে ওঠে না। কাজের ব্যস্ততার কারণে সন্তানদেরও সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সইফ, করিনা, সোহা এবং কুনাল। সঙ্গে অবশ্যই ছিল তৈমুর আর ইনায়া। বেড়াতে গিয়েছেন আর ছবি দেবেন না তাই কখনও হয় নাকি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি হলিডে ট্রিপের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোহা। সেখানে রয়েছে সইফ-করিনার একান্ত মুহূর্তের ছবিও। বরাবরের মতোই করিনাকে লাগছে লাস্যময়ী। খুনসুটিতে পিছিয়ে নেই সোহা-কুনালও।
তবে সবাইকে পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবার নজর কেড়েছে তৈমুর আর ইনায়া। কখনও সবার সঙ্গে সুইমিং পুলে তো কখনও ছবি আঁকার সময়, লাইমলাইটে সবসময়েই রয়েছেন তৈমুর এবং ইনায়া। দেখুন সেই ছবি।