Latest News

শুধু তৈমুরে আশ মিটলো না, এ বার বাজারে ‘তৈমুর ডল’

দ্য ওয়াল ব্যুরো: বয়স এখনও দুই হয়নি। কিন্তু জনপ্রিয়তায় পিছনে ফেলে দিতে পারে যে কোনও তাবড় অভিনেতাকে। পাপারাৎজির নজর সারাক্ষণ ঘিরে রাখে এই স্টার কিডকে। নাম তৈমুর আলি খান। এতোদিন তুতো বোন ইনায়ার সঙ্গে খেলা করার ছবি বা তৈমুরের প্লে স্কুলে যাওয়ার ছবি ভাইরাল হতো সোশ্যাল দুনিয়ায়। আজকাল অবশ্য মায়ের সঙ্গে মাঝে মাঝেই শ্যুটিং ফ্লোরেও যায় তৈমুর। কখনও ন্যানি, কখনও বা বাবার কোলে চড়ার ছবি প্রকাশ্যে এসেছে খুদে নবাবের ছবি। ভাইরাল হয়েছে পরিবারের সঙ্গে তৈমুরের ছুটি কাটানোর ছবিও। এ বার বাজারে এসেছে ‘তৈমুর ডল’।

শখের দাড়ি কামিয়ে একদম ক্লিন শেভড! কার জন্য ‘বেয়ার্ড লুক’-এর বিসর্জন দিলেন রোহমান?

সাদা কুর্তা, নীল পাজামা। সঙ্গে ম্যাচিং নীল কোট। বোতল বন্দি খুদে তৈমুর এখন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাজারে। যে জারের মধ্যে পুতুলটি রাখা তার বাইরে আবার লেখা রয়েছে ‘তৈমুর’। যাতে ক্রেতাদের বুঝতে কোনও রকম সমস্যা না হয় যে এটাই তৈমুর পুতুল। কেরলের এক পুতুলের দোকানে পাওয়ায় যাচ্ছে তৈমুরের আদলে তৈরি এই পুতুল। খুঁজলে নিশ্চয় পাওয়া যাবে অন্য শহরেও।

সৃজিতকে জামাই আদর! বাড়ি ডেকে পাত পেড়ে খাওয়ালেন তনুশ্রী শঙ্কর

তবে গোটা ব্যাপারটায় বিশেষ খুশি হননি করিনা এবং সইফ। তাঁদের দু’জনেরই বক্তব্য, দু’ বছরও বয়স হয়নি তৈমুরের। সারাক্ষণ ক্যামেরার ফ্ল্যাশ ওকে ঘিরে রাখে। ছেলেকে আর পাঁচটা বাচ্চার মতো সাধারণ জীবন দিতে গিয়ে রীতিমতো নাজেহাল সইফিনা জুটি। যেখানেই যান সেখানেই তৈমুরের পিছু নেয় পাপারাৎজি। ছেলেও সহাস্যে পোজ দেয়। একটুও বিরক্তি না দেখিয়ে ছবি তুলতে দেয়। আর এটাই চান না করিনা এবং সইফ। তাই তৈমুরের থেকে মিডিয়াকে দূরে থাকার জন্য অনুরোধও করছেন খান দম্পতি। সইফ জানিয়েছেন, “বুঝতে পারি সবাই ওকে ভালোবাসেন। কিন্তু চিন্তা হয়। ভগবানের কাছে সবসময় ওর সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।”

সব্যসাচী একাই নন, ‘কোঙ্কনি’ বিয়েতে দীপিকার পোশাকের কৃতিত্ব রয়েছে আরও একজনের!

তবে এতো কিছুর পরেও যে খুদে নবাবের জনপ্রিয়তা একটুও কমেনি তা আবারও বুঝিয়ে দিল সদ্য বাজারে আসা ‘তৈমুর ডল’। ইতিমধ্যেই বাজারে ছেয়ে গিয়েছে এই পুতুল। ভবিষ্যতে তৈমুরের আদলে আর কোন কোন জিনিস মার্কেটে বিকোবে এখন সেই দিকেই নজর রয়েছে নেটিজেনদের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like