
ভোটের দিন তৈমুরের পরনে গেরুয়া-সবুজ পোশাক! কী ইঙ্গিত দিচ্ছেন করিনা?

২৯ এপ্রিল চতুর্থ দফায় নির্বাচন ছিল মুম্বইতে। স্বভাবতই দায়িত্ববান নাগরিকের মতো সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন করিনা। সঙ্গে ছিল তৈমুরও। আর তার পরনে ছিল গেরুয়া রংয়ের টি-শার্ট এবং সবুজ রংয়ের হাফপ্যান্ট। পায়ে আবার দু’রংয়ের কম্বিনেশন করা জুতো। তৈমুর নবাব মহলের বাইরে বেরিয়েছে আর পাপারাৎজি তার ছবি তুলবে না? তাই কখনও হয় নাকি। তাই ছোট্ট সেলিব্রিটি বাড়ির বাইরে পা রাখতেই মায়ের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কখনও সে মায়ের কোলে চড়েছে। কখনও বা করিনার পাশে পাশে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে তাকে।
তবে সোশ্যাল মিডিয়ায় এ ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে দেদার ট্রোল। নেটিজেনরা অবশ্য বাচ্চা বলে তৈমুরকে সেই অর্থে রেহাই দিয়েছিলেন। রোষ গিয়ে পড়েছে বেবো বেগমের উপর। অনেকেই সটান জিজ্ঞেস করেছেন, ভোটের দিন ছেলেকে এমন রংয়ের পোশাক পরিয়ে ঠিক কী ইঙ্গিত দিতে চেয়েছেন করিনা? কেউ বা বলেছেন, মুখে না বললেন করিনার ‘পলিটিকাল পছন্দ’ বোঝাই যাচ্ছে। তবে বরাবরের মতোই এ সব ট্রোলকে বিন্দুমাত্রও পাত্তা দেননি করিনা। এমনকী তাঁর রাজনৈতিক মতাদর্শ কিংবা পছন্দ-অপছন্দ নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নানান প্রশ্ন উঠলেও বেবো রয়েছেন বিলকুল কুল। বরং সক্কাল সক্কাল গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছেন তিনি।