
সোনালি বর্ডারে মোড়া ‘ইনভিটেশন কার্ড’, উপরে লেখা “উইথ লাভ তৈমুর আলি খান”
দ্য ওয়াল ব্যুরো: সেলিব্রিটিদের বিয়ের আগে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় তাঁদের জমকালো বিয়ের কার্ড। সে সব কার্ড বিলাসবহুলও হয় বটে। এই যেমন কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল ঈশা আম্বানির বিয়ের কার্ড। জানা গিয়েছিল আম্বানি কন্যার বিয়ের সেই কার্ডের দাম নাকি ছিল ৩ লক্ষ টাকা। তবে এ বার ভাইরাল হলো এক সেলিব্রিটির বার্থ ডে পার্টির ইনভিটেশন কার্ড।
এইস সেলিব্রিটি অবশ্য এক খুদে। জনপ্রিয়তার তালিকায় শীর্ষে রয়েছে এই স্টার কিড। তৈমুর আলি খান। গতকালই বয়স মাত্র দু’বছর হয়েছে খুদে নবাবের। কিন্তু হলোই বা দু’বছর। আফটার অল তিনি নবাবের নাতি বলে কথা। জন্মদিন পালনে রাজকীয়তা থাকবে না তা আবার হয় নাকি। জন্মদিন পালনে তাই তৈমুরকে নিয়ে সুদূর সাউথ আফ্রিকা পাড়ি দিয়েছিলেন সইফ এবং করিনা। জন্মদিনে কেকের সঙ্গে তৈমুরের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ছিলেন সইফিনা জুটিও।
তবে তৈমুরের জন্মদিনের ঠিক পরের দিনেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তার জন্মদিনের পার্টির ইনভিটেশন কার্ড। সোনালি বর্ডার দেওয়া ওই কার্ডে সোনালি হরফেই লেখা ছিল “উইথ লাভ তৈমুর আলি খান”।
ডেস্টিনেশন বার্থ ডে সেলিব্রেশনের জন্য সাউথ আফ্রিকা পাড়ি দেওয়ার আগে মুম্বইতেও হয়েছে তৈমুরের প্রি-বার্থ ডে সেলিব্রেশন। নিজের সন্তানদের নিয়ে সইফিনার দেওয়া সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকাই। অনুমান এই ইনভিটেশন কার্ড সেই বার্থ ডে পার্টিরই।