Latest News

টেবিলে বসে তৈমুর, সামনে পেল্লাই কেক, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয় খুদে নবাব

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পর থেকেই ইন্টারনেট সেনসেশন তৈমুর আলি খান। দু’বছরের জন্মদিন পালনের জন্য খুদে নবাব পাড়ি দিয়েছিলেন সুদূর সাউথ আফ্রিকায়। আর তারপর থেকেই মুখিয়ে ছিলেন নেটিজেনরা। কবে প্রকাশ্যে আসবে বার্থ ডে কেকের সঙ্গে তৈমুরের ছবি, তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তৈমুরের ফ্যানেরা। অবশেষে এলো সেই দিন। সইফ-করিনার সঙ্গে সবুজ রংয়ের বেশ বড় সাইজের একটা বার্থ ডে কেকের সামনে পোজ দিয়ে ছবি তুলেছে তৈমুর। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবিই এখন ভাইরাল।

তবে খুদে নবাবের জন্মদিনে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন করিনাও। বেবোর সাউথ আফ্রিকা ট্যুরের বিভিন্ন ছবি উষ্ণতা ছড়িয়েছে ইনস্টাগ্রামে। এ দিকে ডেস্টিনেশন বার্থ ডে সেলিব্রেশনের জন্য সাউথ আফ্রিকা পাড়ি দেওয়ার আগে মুম্বইতেও হয়েছে তৈমুরের প্রি-বার্থ ডে সেলিব্রেশন। নিজের সন্তানদের নিয়ে সইফিনার দেওয়া সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকাই।

 

জন্মদিনে করিশ্মাও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তৈমুরের একটি ছবি। সেই ছবিতে তৈমুরের সঙ্গে হাজির ছিল করিশ্মার সন্তানরাও।

You might also like