
ডেস্টিনেশন বার্থ ডে সেলিব্রেশন! তৈমুরের ২ বছরের জন্মদিন পালন করতে কোথায় গেলেন সইফ-করিনা?
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র তিনদিন। তারপরেই জন্মদিন স্টার কিড তৈমুর আলি খানের।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সেলেব খুদে ইতিমধ্যেই নিজের ২ বছরের জন্মদিন পালনের জন্য পাড়ি দিয়েছে, সাউথ আফ্রিকায়। সঙ্গে রয়েছেন সইফ-করিনা জুটিও। তবে ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো ডেস্টিনেশন বার্থ ডে সেলিব্রেশনের জন্য সাউথ আফ্রিকা পাড়ি দেওয়ার আগে মুম্বইতেও হয়েছে তৈমুরের প্রি-বার্থ ডে সেলিব্রেশন। নিজের সন্তানদের নিয়ে সইফিনার দেওয়া সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকাই।
কদিন আগেই আবার বাজারে এসেছিল তৈমুর ডল। সাদা কুর্তা, নীল পাজামা। সঙ্গে ম্যাচিং নীল কোট। বোতল বন্দি খুদে তৈমুর রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাজারে। যে জারের মধ্যে পুতুলটি রাখা তার বাইরে আবার লেখা রয়েছে ‘তৈমুর’।কেরলের এক পুতুলের দোকানে পাওয়ায় যাচ্ছিলো তৈমুরের আদলে তৈরি এই পুতুল।
এর মধ্যেই আবার বি-টাউনে শুরু হয়েছে গুঞ্জন। কানাঘুষো শোনা যাচ্ছে বড় পর্দায় নাকি আসতে চলেছে খুদে নবাব। সৌজন্যে বলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে থাকা মধুর ভাণ্ডারকর। চাঁদনী বার’, ‘পেজ-থ্রি’, ‘হিরোইন’, ‘ফ্যাশন’ ও আরও অনেক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। ঝুলিতে রয়েছে দেশে-বিদেশের নানা সম্মান। শোনা যাচ্ছে এ বার নাকি তৈমুর আলি খানের নামেই নিজের পরবর্তী ছবির নাম রেজিস্ট্রেশন করিয়েছেন মধুর। তবে সইফ-করিনার ছেলেকে নিয়েই পরবর্তী ছবি বানাচ্ছেন কিনা, সে ব্যাপারে এখনও খোলসা করে কিছুই বলেননি মধুর।