
কিন্তু ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এর শ্যুটিংয়েই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আনন্দ করেছেন সৃজিত। খোদ পরিচালকই জানিয়েছেন এমনটা। বেশ কয়েক মাস ধরেই চলছিল ‘ফেলুদা ফেরত’-এর শ্যুটিং। উত্তরবঙ্গের পাশাপাশি কাঠমাণ্ডুতেও হয়েছে শ্যুটিং। তবে শেষদিনে এসে পরিচালক যেন একটু বেশিই আবেগঘন হয়ে পড়েছেন। সফর করেছেন নস্ট্যালজিয়ার হাত ধরে। হেঁটেছেন স্মৃতির রাস্তা ধরে।
শুক্রবার টুইট করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, “এখনও পর্যন্ত ১৭টা ছবি বানিয়েছি। আশা রাখি আরও কয়েকটা বানাবো। তবে ফেলুদা ফেরতের শ্যুটিংয়ের শেষদিনে এসে বুঝলাম এখনও পর্যন্ত এই ছবির শ্যুটিং করতে গিয়েই সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি।”
#FeludaPherot @addatimes pic.twitter.com/f87qkqXLjK
— Srijit Mukherji (@srijitspeaketh) January 31, 2020
কেন ‘ফেলুদা’-র এই প্রোজেক্ট তাঁর হৃদয়ের এত কাছের সে কথাও খোলসা করে জানিয়েছেন পরিচালক নিজেই।
সৃজিতের কথায়, “প্রতিদিন শ্যুটিংয়ের সময় ক্যামেরার পাশে আমার সঙ্গে একটা রোগা-পাতলা চেহারার ছেলে এসে বসত। বছর পনেরোর ওই ছেলেটাই মনিটরে তাকিয়ে শট ঠিক হয়েছে কিনা সেসব জানিয়ে দিত। ভুল হলে ভ্রূ বাঁকাত। ভাল হলে মুচকি হেসে পিঠ চাপড়ে দিত। গল্পের বইয়ের পাতাগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠত রোজ।”
এখানেই শেষ নয়। পরিচালক আরও বলেছেন, “ওই বাচ্চা ছেলেটাই আমায় পুরনো দিনের কথা মনে করিয়েছে। ফেলুদার বই কেনার উত্তেজনা, নতুন বইয়ের গন্ধ, প্রথমবার সেই বই পড়ার রোমাঞ্চ, ফেলুদা-জটায়ু-তোপসের অদ্ভুত বন্ধন, এই সবকিছুই প্রতিদিন অনুভব করেছি আমি। আর সবচেয়ে মজার হল শেষবার শ্যুটিংয়ে প্যাক আপ বলার পরেই উধাও হয়ে গিয়েছে ওই ছেলেটা। হয়তো পরের সিজনে আবার ফিরে আসবে।”
‘ফেলুদা ফেরত’ বানাতে গিয়ে নিজের ছোটবেলার মুহূর্তগুলোকে যে সৃজিত মুখোপাধ্যায় আরও একবার উপলব্ধি করেছেন, তাঁর টুইট থেকে একথা স্পষ্ট। অনেকেরই আন্দাজ বছর পনেরোর ওই কিশোর এবং তাঁর সমস্ত কার্যকলাপ আসলে সৃজিতের নিজের ছোটবেলা। প্রায় সব বঙ্গ সন্তানের কাছেই সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ মানে ছোটবেলার অনেক নস্ট্যালজিয়া। সৃজিত মুখোপাধ্যায়ও যে তার থেকে আলাদা নন সেকথা বুঝিয়ে দিয়েছেন পরিচালক নিজেই। সেই সঙ্গেই এও জানিয়েছেন হয়তো এটাই শেষ নয়। বরং ‘ফেলুদা ফেরত’ এই ওয়েব সিরিজের শুরু। এরপরে আরও অনেকবারই স্ক্রিনে দেখা যাবে ফেলুদা-তোপসে এবং লালমোহনবাবুকে।
ওয়েব সিরিজে হিসেবে পর্দায় ফিরছেন গোয়েন্দা প্রদোষ মিত্র। সঙ্গে দুই সাথী তোপসে এবং লালমোহনবাবু। আড্ডা টাইমসের এই ওয়েব সিরিজের পরিচালনায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র। আর লালমোহন গাঙ্গুলির সরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুই গল্প নিয়েই আসতে চলেছে ‘ফেলুদা ফেরত’।