শেষ আপডেট: 31st December 2018 12:18
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সোশ্যাল মিডিয়ায় প্রায় সবাই শেয়ার করছেন, ২০১৮-র বিশেষ মুহূর্ত। তালিকায় রয়েছেন বলিউড তারকারাও। তবে বছরের শেষদিনে সোনালি বেন্দ্রের ইনস্টাগ্রাম পোস্ট দেখে মন খারাপ হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের অনেকেরই। ক্যানসারে আক্রান্ত হয়েছেন সোনালি। নিউ ইয়র্কে চলছে তাঁর চিকিৎসা। আর চিকিৎসা চলাকালীনই নিজের সাধের চুল কেটে ফেলেছিলেন নায়িকা। আর পাঁচজনের মতোই পার্লারে গিয়ে ব্লো-ড্রাই-ও করিয়েছিলেন সোনালি। ৩১ ডিসেম্বরে, সেই ছবিই শেয়ার করলেন অভিনেত্রী। ইমোশনাল হয়ে লিখলেন একটি মেসেজও। https://www.instagram.com/p/BsC4saJhxOx/ এ দিনের ইনস্টাগ্রাম পোস্টে সোনালি লিখেছেন, "চুল কাটার আগে শেষবার করা ব্লো-ড্রাই। এখন আবার নতুন চুল গজাচ্ছে। আশা করছি ২০১৯-এও পার্লারে গিয়ে চুল কাটতে পারবো।" সোনালি বলেন, ২০১৮-র এই জার্নি তাঁকে অনেক কিছু শিখিয়েছে। শরীরের সমস্ত রকম কষ্ট পেয়েছেন তিনি। আবার সব যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করতেও শিখেছেন। ভেঙে না পড়ে প্রতিকূলতা কাটিয়ে উঠে দাঁড়াতেও শিখেছেন। আর এই জার্নিতে সোনালি সবসময় পাশে পেয়েছেন তাঁর আত্মীয়-পরিজন এবং বন্ধুবান্ধবদের। তাঁদেরকে ধন্যবাদও জানিয়েছেন নায়িকা। ২০১৮-র জুন মাসের শুরুতেই আচমকাই একদিন জানা যায় মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছেন সোনালি। চিকিৎসার জন্য পাড়ি দেন নিউ ইয়র্কে। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা। মাঝে মাঝেই ছেলে রণবীর গিয়ে থাকেন মায়ের কাছে। ইন্ডাস্ট্রির বন্ধুরাও নিউ ইয়র্কে গিয়েছিলেন তাঁর জন্মদিন পালন করতে। খুব ছোট করে হলেও নিউ ইয়র্কেই দিওয়ালির পুজো করেছিলেন সোনালি। সঙ্গে ছিলেন স্বামী গোল্ডি বহেল এবং ছেলে রণবীর। কিছুদিন আগেই গোল্ডির সঙ্গে দেশে ফিরেছেন সোনালি। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, “বহুদিন পর নিজের আত্মীয়দের দেখবো। বাড়িতে যাবো। মনে হচ্ছে যেন নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছি। যদিও লড়াই এখনও শেষ হয়নি। তবে জীবনযুদ্ধের মাঝে এই আনন্দের সময়টা যে পাচ্ছি তাতে খুব খুশি আমি।”