শেষ আপডেট: 2nd December 2018 14:41
দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন পর ভারতীয়রা দেশে ফিরলে নাকি একটা অদ্ভুত গন্ধ পান। তাঁদের বক্তব্য, "হতে পারে সেই গন্ধে মিশে আছে অনেক ধোঁয়া-ধুলো-দূষণ, কেউ বা বলবেন ওই গন্ধ বড্ড নোংরা, তবুও ওটাই ভালো লাগে, মনে হয় এই তো এসে গিয়েছি।" এ বার বোধহয় ঠিক এমনটাই অনুভব করবেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। দীর্ঘ ছয় মাস পর দেশে ফিরছেন সোনালি। ইনস্টাগ্রামে পোস্ট করে ফ্যানদের জানিয়েওছেন সেই কথা। চলতি বছরে, জুন মাসের শুরুতেই আচমকাই একদিন জানা যায় মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছেন সোনালি। চিকিৎসার জন্য পাড়ি দেন নিউ ইয়র্কে। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা। মাঝে মাঝেই ছেলে রণবীর গিয়ে থাকেন মায়ের কাছে। ইন্ডাস্ট্রির বন্ধুরাও নিউ ইয়র্কে গিয়েছিলেন তাঁর জন্মদিন পালন করতে। খুব ছোট করে হলেও নিউ ইয়র্কেই দিওয়ালির পুজো করেছিলেন সোনালি। সঙ্গে ছিলেন স্বামী গোল্ডি বহেল এবং ছেলে রণবীর। https://www.instagram.com/p/Bq4BuMeB82p/ কিন্তু এই ছয় মাসে দেশে ফেরা হয়নি। আর তাই খুব বেশি করেই নিজের দেশ, শহর, বাড়িঘর, আত্মীয়-পরিজন সবাইকেই মিস করছেন সোনালি। এ দিনের পোস্টেও লিখেছেন সেই কথা। সোনালি লিখেছেন, "দূরত্ব সবসময়েই পিছুটান তৈরি করে। কাছের লোকেরদের আরও বেশি করে অনুভব করতে শেখায়। কিন্তু দূরত্ব আমাদের যা শেখায় তা কিন্তু ভুলে গেলে চলবে না।" সোনালি জানিয়েছেন, এই কয়েকমাস বাড়ি থেকে এতো দূরে নিউয়র্কে থাকার সময়ে প্রায় প্রতিদিনই কোন না কোনও নতুন ঘটনার সম্মুখীন হয়েছেন। এগুলো তাঁর কাছে এক একটা নতুন গল্পের মতো। সব গল্পেই আলাদা আলাদা মোড় রয়েছে। কোনওটা ভালো তো কোনওটা খারাপ। তবে সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে শিখেছেন সোনালি। হাল ছাড়েননি কখনও। দেশে ফেরার ব্যাপারে সোনালি কিন্তু খুবই উত্তেজিত। তিনি লিখেছেন, "বহুদিন পর নিজের আত্মীয়দের দেখবো। বাড়িতে যাবো। মনে হচ্ছে যেন নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছি। যদিও লড়াই এখনও শেষ হয়নি। তবে জীবনযুদ্ধের মাঝে এই আনন্দের সময়টা যে পাচ্ছি তাতে খুব খুশি আমি।"