শেষ আপডেট: 8th November 2018 09:27
দ্য ওয়াল ব্যুরো: "নিউ ইয়র্কে দিওয়ালি মুম্বইয়ের থেকে পরে পালিত হয়। তাই উইশ করলাম দেরিতে। পুজোটা ঠিক নিয়মমাফিক হয়নি। এখানে ভারতীয় পোশাকও নেই তেমন। ছোট করে পুজোর আয়োজন করেছি। কিন্তু যা করেছি একদম মন থেকে করেছি।" নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে দিওয়ালির পুজো করেছেন সোনালি বেন্দ্রে। আর তারপরেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছে একটা ইমোশনাল নোট। বেশ কয়েকমাস ধরেই নিউ ইয়র্কের বাসিন্দা সোনালি। ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। চলছে তাঁর চিকিৎসা। শুরু হয়ে গিয়েছে কেমোও। শরীরের পাশাপাশি মানসিক যন্ত্রণাও রোজ কুড়েকুড়ে খায় তাঁকে। কিন্তু সোনালি হার মানেননি। বরং সব বাধাকে জয় করে চলেছেন প্রতিদিন। বুঝিয়ে দিচ্ছেন হার মানার বান্দা তিনি নন। জীবনের এই কঠিন যুদ্ধে দাঁড়িয়ে যথাসাধ্য চেষ্টা করছেন সব বাজি জিতে নেওয়ার। শারীরিক এবং মানসিক সব কষ্টকে দূরে সরিয়ে রেখে এখন জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাইছেন সোনালি। করছেনও। কখনও বান্ধবীদের সঙ্গে জন্মদিন পালনের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও বর্তমানে কি বই পড়বেন বলে ঠিক করেছেন সেটা জানাচ্ছেন ভক্তদের। কখনও যাচ্ছেন আমজাদ আলি খানের সরোদের কনসার্ট শুনতে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার 'ব্রাইডাল শাওয়ার'-এও দেখা গিয়েছে সোনালিকে। https://www.instagram.com/p/Bp5_cJPBH8L/ কেমোথেরাপির কারণে চুল পড়ে গিয়েছে অভিনেত্রীর। তাতেও কুছ পরোয়া নেই। ন্যাড়া মাথাতেই নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করেছেন তিনি। মাঝে মধ্যেই নানারকমে উইগ পরেও ছবি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বোঝাই যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাইছেন অভিনেত্রী।