শেষ আপডেট: 3rd December 2018 10:49
দ্য ওয়াল ব্যুরো: জীবনের কঠিনতম পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন সোনালি বেন্দ্রে। হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত তিনি। নিউ ইয়র্কে চলছে চিকিৎসা। এখন অবশ্য অনেকটাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন সোনালি। তবে লড়াই শেষ হয়নি। আর বাকি লড়াইটা পুরো দমে লড়তে চান অভিনেত্রী। তাই দীর্ঘ চারমাস পরে দেশে ফিরলেন নায়িকা। সঙ্গে ছিলেন স্বামী গোল্ডি বহেল। সোমবার সকালেই মুম্বই বিমানবন্দরে নামেন সোনালি। বিমানবন্দরে নামতেই সোনালিকে দেখে ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। একটুও সময় নষ্ট না করে ঝটপট ছবি তুলতে শুরু করে দেয় পাপারাৎজি। চেহারায় আমূল পরিবর্তন এসেছে সোনালির। চিকিৎসার ধকলে ক্লান্তির ছাপ পড়েছে চেহারায়। কেমোথেরাপির জন্য পড়ে গিয়েছে মাথার চুলও। তবে চোখ দু'টো এখনও আগের মতোই ঝকঝকে। আর মুম্বই বিমানবন্দরে নামার পরে যেন খানিকটা স্বস্তিও দেখা গিয়েছে সেই চোখে। সঙ্গে রয়েছে সোনালি সর্বক্ষণের সঙ্গী একগাল হাসি। চলতি বছরে, জুন মাসের শুরুতেই আচমকাই একদিন জানা যায় মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছেন সোনালি। চিকিৎসার জন্য পাড়ি দেন নিউ ইয়র্কে। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা। মাঝে মাঝেই ছেলে রণবীর গিয়ে থাকেন মায়ের কাছে। ইন্ডাস্ট্রির বন্ধুরাও নিউ ইয়র্কে গিয়েছিলেন তাঁর জন্মদিন পালন করতে। খুব ছোট করে হলেও নিউ ইয়র্কেই দিওয়ালির পুজো করেছিলেন সোনালি। সঙ্গে ছিলেন স্বামী গোল্ডি বহেল এবং ছেলে রণবীর। কিন্তু এই ছয় মাসে দেশে ফেরা হয়নি। আর তাই খুব বেশি করেই নিজের দেশ, শহর, বাড়িঘর, আত্মীয়-পরিজন সবাইকেই মিস করেছেন সোনালি। ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েওছিলেন সেই কথা। খুব উত্তেজিতও ছিলেন এতোদিন পর দেশে ফেরার ব্যাপারে। জানিয়েছিলেন তাঁর মনে হচ্ছে যেন নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছেন।