শেষ আপডেট: 11th November 2018 09:16
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দিওয়ালি মানে জমকালো পার্টি। প্রায় সব তারকাই নিজের বাড়িতে দিওয়ালি পার্টির আয়োজন করেন। আর সেখানে হাজির হন বাকি তারকারা। এক ছাদের তলায় বসে চাঁদের হাট। ভিড় জমায় পাপারাৎজি। হাজার ফ্ল্যাশের ঝলকানিতেও বিরক্ত হন না তারকারা। আফটার অল পেজ থ্রি'র কম্পিটিশনে টক্কর দিতে হবে তো। কিন্তু এ বছরের দিওয়ালি পার্টিতে এই ক্যামেরার ফ্ল্যাশ দেখেই ক্ষেপে গেলেন সঞ্জয় দত্ত। প্রকাশ্যে মাথাগরম করে ভুলভাল কথা বলার জন্য সঞ্জুবাবা বিখ্যাত। তাঁর রগচটা স্বভাবের কথা বি-টাউনে প্রায় সবাই জানেন। তিরিক্ষি মেজাজের জন্য বেশ কয়েকবার সমস্যাতেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু বদলাননি সঞ্জয়। বয়স বাড়লেও রাগটা একইরকম রয়েছে। নিজের বাড়িতেই দিওয়ালির এক শানদার পার্টির আয়োজন করেছিলেন সঞ্জয়। হাজির ছিলেন টিনসেল তাউনের বহু তারকা। ছিলেন পরিচালকরাও। সবার উপস্থিতিতে প্রাথমিক ভাবে বেশ হাসিখুশিই ছিলেন সঞ্জুবাবা। স্ত্রী মান্যতা এবং দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে বেশ খোশমেজাজেই পোজ দিতে দেখা গিয়েছিল সঞ্জয়কে। নীল কুর্তায় কিন্তু সঞ্জুবাবার বিলাসবহুল দিওয়ালি পার্টির শেষটা সুখের হলো না। https://twitter.com/ananya116/status/1061142059967565825 পার্টি যখন প্রায় শেষের দিকে তখন ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের সঙ্গে বাড়ির নীচে নামেন সঞ্জয় দত্ত। সম্ভবত, বন্ধুদের সি-অফ করতে এসেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে সঞ্জুর একটা স্ন্যাপ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন ক্যামেরাম্যনরা। ঝলসে ওঠে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ। আর এতেই ক্ষেপে যান সঞ্জয়। মুখের উপর বারবার ক্যামেরার ফ্ল্যাশের আলো পড়ায় সাংবাদিকদের লক্ষ্য করে চেঁচিয়ে ওঠেন তিনি। বলেন, "বাড়ি গিয়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটান।" তবে সঞ্জয়ের বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের একাংশের দাবি মত্ত অবস্থায় সেদিন রীতিমতো গালিগালাজ করেন অভিনেতা। পাপারাৎজিকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলতেও নাকি শোনা যায় তাঁকে। দিওয়ালির দিন সঞ্জুবাবার এ হেন আচরণে স্বভাবতই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি সঞ্জয়।