Latest News

ফের গর্ভবতী করিনা, নবাব পরিবারে আসছে নতুন সদস্য

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য গর্ভবতী বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি ও তাঁর স্বামী সইফ আলি খান একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। নবাব পরিবারে নতুন অতিথি আসতে চলার খবরে আনন্দের জোয়ার বইছে।

বুধবার একটি যৌথ বিবৃতিতে এই খবর জানিয়েছেন সইফ ও করিনা। সেখানে তাঁরা লিখেছেন, “আমাদের পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। এই খবর আপনাদের জানাতে পেরে আমরা খুবই খুশি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।”

করিনার দ্বিতীয়বার মা হতে চলার গুঞ্জন কয়েক দিন আগে থেকেই বলিউডে ছিল। বি টাউনে কান পাতলা সেটাই শোনা যাচ্ছিল। যদিও কাপুর পরিবারের তরফে এর আগে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিছুদিন আগেই করিনার বাবা রণধীর কাপুর জানিয়েছিলেন, “এই জল্পনা সত্যি হলেই ভাল। তাহলে বাড়িতে দুটি বাচ্চা একে অন্যের খেলার সঙ্গী পাবে।” অবশেষে সেই গুঞ্জন যে ঠিক তা জানিয়ে দিলেন সইফ- করিনা।

আট বছর আগে ২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনা কাপুরের। ২০১৬ দলের ডিসেম্বরে তাঁদের একটি ছেলে হয়। নাম দেওয়া হয় তৈমুর আলি খান। এই নাম দেওয়া নিয়েও সেই সময় বিতর্ক হিয়েছিল বিস্তর। তৈমুরের জন্মের ঠিক চার বছর পরে ফের নতুন অতিথি আসতে চলেছে খান পরিবারে।

এমনিতেই পাপারাজ্জিদের কাছে খুবই জনপ্রিয় তৈমুর। কখনও বাবা, কখনও মা, আবার কখনও ন্যানির সঙ্গে বাইরে বেরোলেই ক্যামেরা তাক করে তার দিকে। পোজ দিয়ে ছবি তোলাতেও তার জুড়ি মেলা ভার। কিছুদিন আগেই কাপুর পরিবারে রাখিবন্ধন উৎসব পালন হয়েছে। সেখানে তৈমুরকে নিয়ে উপস্থিত ছিলেন সইফ ও করিনা। নিজের প্রিয় বান্ধবী মালাইকা অরোরা ও অমৃতা অরোরার সঙ্গেও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। এবার নিজের ফ্যানদের জন্য এক খুশির খবরও শোনালেন ছোট নবাব ও বেবো।

You might also like