Latest News

ফাইনাল হলো দীপিকা-রণবীরের বিয়ের ডেট!

দ্য ওয়াল ব্যুরো: বিরুষ্কা জুটির মতো তাঁদের বিয়ের আসরও নাকি বসবে ইতালিতেই। এমনটাই শোনা যাচ্ছিল বলিউডের হট কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ব্যাপারে। কিন্তু বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই দুই তারকা। বিয়ের ভেনু কিংবা ডেট কোনওটাই জানা যায়নি তাঁদের মুখ থেকে।

কানাঘুষো অবশ্য শোনা যাচ্ছিল ইতালির লেক কমো-তে এই বছর নভেম্বর মাসেই নাকি বসবে বিয়ের আসর। মাঝে দীপিকাকে সপরিবারে বেঙ্গালুরুর একটি গয়নার দোকানেও দেখা গিয়েছিল। আর এরপর অনুরাগীরা ধরেই নিয়েছিলেন যে বিয়ের সানাই বাজতে আর বেশি দেরি নেই। শোনা গিয়েছিল মা আর বোনের সঙ্গে লন্ডনে গিয়ে ইতিমধ্যেই নাকি বিয়ের শপিংও সেরে ফেলেছেন দীপিকা। তবে এত জল্পনার মাঝেও কোনও পাকা খবর মেলেনি দীপবীর জুটির থেকে।

 

অবশেষে দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, নভেম্বরের ২০ তারিখ ইতালিতে বসবে রণবীর-দীপিকার বিয়ের আসর। বিয়ে সেরে তাঁরা ফিরবেন মুম্বই। আর সেখানেই হবে গ্র্যান্ড রিসেপশন। ওই সূত্রেরই খবর, জনা তিরিশ ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া আর কেউই উপস্থিত থাকবেন না ইতালির বিয়ের আসরে। তবে মুম্বইতে যে জমকালো রিসেপশনের আয়োজন করবেন দীপিকা এবং রণবীর তা বলাই বাহুল্য।

কিন্তু ইতালিই কেন? নেটিজেনরা তো বলছেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মাকে নকল করার জন্যই ইতালিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রণবীর এবং দীপিকা। তবে তারকাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ইতালি বরাবরই এই জুটির অন্যতম পছন্দের জায়গা। এর আগেও বহুবার একান্তে সময় কাটানোর জন্য ইতালিকেই বেছে নিয়েছেন রণবীর এবং দীপিকা। তাই জীবনের সবচেয়ে বড় দিন, অন্যতম আনন্দের মুহূর্তটাও এখানেই কাটাতে যান তাঁরা।

যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে অফিশিয়ালি কোনও মন্তব্য করেননি দীপিকা বা রণবীরের কেউই। তবে বিমানবন্দরে প্রকাশ্যে চুমু খাওয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের ছবিতে লাভ ইমোজি দেওয়া বা ইমোশনাল কমেন্ট করা——এ সব দেখে ফ্যানরা বলছেন নভেম্বরেই চারহাত এক হবে।

 

You might also like