Latest News

নবাব খানদানের রাখি সেলিব্রেশন

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাখি বন্ধন উৎসবে মেতেছিলেন ভারতবাসী। আম জনতা থেকে সেলিব্রিটি। উৎসাহ, উন্মাদনা সবার ক্ষেত্রেই ছিল একই রক। আর এখন তো জীবনের সব সেরা মুহূর্তই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নেওয়াই ট্রেন্ড। তাই রাখির দিনেই ভাই বা দাদার হাতে রাখি বেঁধে সেলফি তুলতে ভোলেননি দিদি-বোনেরা। আর ঝটপট সেই সব ছবি শেয়ারও করা হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এ বছরের রাখিতে সবচেয়ে নজর কেড়েছে একরত্তি ভাই-বোনের জুটি। এই দু’জন একেবারেই ক্ষুদে। এটাই তাদের প্রথম রাখি। তবে বয়সে ছোট হলেও তাদের পরিচিতি কিন্তু বিশাল। আফটার অল দু’জনেই যে নবাব পরিবারের সদস্য। একজন সইফ আলি খান এবং করিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান। অন্যজন নবাব মনসুর আলি খান পতৌদির কন্যা সোহা আলি খান এবং কুনাল খেমুর মেয়ে ইনায়া। রাখির দিন বিকেল থেকে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং তৈমুর আর ইনায়া। ছোট্ট ইনায়া বাহার করে সালোয়ার-কামিজ পরেছে। দাদার হাতে রাখি বাঁধবেন বলে কথা। একটু সাজুগুজু না করলে হয়। সাজগোজে অবশ্য বাদ যাননি তৈমুরও। একেবারে নবাবি কায়দায় ট্র্যাডিশনাল পোশাকে হাজির হয়েছিল তিনিও। তবে শুধু তৈমুরকেই নয়, ইব্রাহিমের হাতেও রাখি বেঁধেছেন ইনায়া।

তবে শুধু তৈমুর বা ইনায়া নয়। রাখি উৎসবে মেতেছিলেন নবাব খানিদানের বাকি সদস্যরাও। সোহাও রীতি মেনে রাখি বেঁধেছেন সইফের হাতে। বাদ যাননি সারাও। ভাই ইব্রাহিমকে রাখি বেঁধে মিষ্টিও খাইয়েছে তিনি। ইব্রাহিমও অবশ্য খানিকটা ভাগ দিয়েছেন সারাকে।

 

You might also like