দ্য ওয়াল ব্যুরো: হাউজফুল ফোরের শ্যুটিং সেরে কদিন আগেই মুম্বই ফিরেছেন নানা পাটেকর। বিমানবন্দরে পা দেওয়া মাত্রই তাঁকে ছেঁকে ধরে মিডিয়া। তখন নানা জানিয়েছিলেন, সঠিক সময় এলেই সব বলবেন তিনি। সোমবার একটি সাংবাদিক সম্মেলনও ডেকেছিলেন এ বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু আচমকাই সেই সাংবাদিক বৈঠক বাতিল করেন নানা পাটেকর। তবে আনুষ্ঠানিক ভাবে বৈঠক না করলেও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
স্পষ্ট করে এ দিন নানা পাটেকর জানিয়ে দিয়েছেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তনুশ্রী এনেছেন তা সম্পূর্ণই মিথ্যে। নানা পাটেকর বলেছেন, “মিথ্যেটা মিথ্যেই থাকে। দশ বছর আগে যা বলেছিলাম এখনও তাই বলবো। দশ বছর আগেও তনুশ্রী যে অভিযোগ এনেছিলেন সেটা মিথ্যেই ছিল। এখনও তাই আছে।“
এ দিকে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর প্রকাশ্যে তনুশ্রীর জন্য প্রশ্ন ছুঁড়েছিলেন অন্নু কাপুর। তিনি জিজ্ঞাসা করেন এত কিছু হওয়ার পরেও কেন পুলিশের সাহায্য নেননি তনুশ্রী? এরপরেই থানায় নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী। কেবল নানা নন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।
অন্যদিকে তনুশ্রীকেও আইনি নোটিস পাঠিয়েছেন নানা পাটেকর। তনুশ্রী যেন তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়ে নেনে সেই দাবিও তুলেছিলেন তিনি।