Latest News

থালাইভি-তে যীশু, কঙ্গনা, অরবিন্দের সঙ্গে স্ক্রিন শেয়ার বাঙালি অভিনেতার

এই ছবিতে জয়ললিতার চরিত্রে কঙ্গনা রানাওয়াতের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এমজেআর-এর চরিত্রে রয়েছেন রোজা, বম্বে প্রভৃতি ছবির হিরো অরবিন্দ স্বামী। এছাড়াও প্রিয়ামণি, প্রকাশ রাজের মতো দক্ষিণের জনপ্রিয় তারকাদের দেখা যাবে এই ছবিতে। হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পাবে থালাইভি।  

দ্য ওয়াল ব্যুরো: এর আগেও একাধিক হিন্দি ছবিতে ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকে। কখনও ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের স্বামীর ভূমিকায় কঙ্গনা রানাওয়াতের বিপরীতে, তো কখনও মর্দানি ছবিতে রানি মুখার্জির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন যীশু। এবার দক্ষিণী ছবি থালাইভিতেও দেখা যাবে যীশুকে। জানা গিয়েছে, সেখানে জয়ললিতা অর্থাৎ কঙ্গনার প্রেমিক শোভন বাবুর চরিত্রে দেখা যাবে যীশুকে।

শোভন বাবুর সঙ্গে একসময় জয়ললিতার গভীর প্রেম ছিল বলে জানা যায়। এমনকি এক সংবাদমাধ্যমকে নাকি সেকথা বলেওছিলেন তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা। লিভ-ইন সম্পর্কেও নাকি তাঁরা ছিলেন। কিন্তু অভিনয় থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিবাহিত শোভন বাবুর সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে যায় বলে খবর। আসলে অভিনয় থেকে রাজনীতিতে আসা এমজেআর-এর হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল জয়ললিতার। তাই তাঁর জীবনে সেইসময় এমজেআর-এর প্রভাব ছিল অনেক বেশি।

Image result for jishu sengupta on kangana ranaut thalaivi

এর আগে মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি, সড়ক ২, দেবীদাস ঠাকুর, মর্দানি ১, মর্দানি ২, শকুন্তলা দেবী-র মতো হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে যীশুকে। কোনও চরিত্রই খুব বেশি বড় না হলেও প্রতিটি ছবিতে নায়িকার বিপরীতেই ছিলেন তিনি। অর্থাৎ চরিত্রগুলি ছোট হলেও গুরুত্বপূর্ণ তো বটেই। দক্ষিণ ভারতের ছবিতেও ২০১৯ সালে এনটিআর-এর বায়োপিকে অভিনয় করেছিলেন যীশু। এবার দক্ষিণ ভারতের পরিচালক বিজয়ের ছবিতে দেখা যাবে যীশুকে।

এই ছবিতে জয়ললিতার চরিত্রে কঙ্গনা রানাওয়াতের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এমজেআর-এর চরিত্রে রয়েছেন রোজা, বম্বে প্রভৃতি ছবির হিরো অরবিন্দ স্বামী। এছাড়াও প্রিয়ামণি, প্রকাশ রাজের মতো দক্ষিণের জনপ্রিয় তারকাদের দেখা যাবে এই ছবিতে। হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পাবে থালাইভি।

You might also like