Latest News

রণবীরের সঙ্গে লাইভ চ্যাটে ‘শ্যালিকা’ পাড়ুকোন! কী বললেন জামাইবাবুকে?

দ্য ওয়াল ব্যুরো: ‘সিম্বা’ ছবির প্রোমোশন নিয়ে এখন ভীষণ ব্যস্ত রণবীর সিং। ছবির প্রচারের জন্য জেন ওয়াইয়ের সবচেয়ে পছন্দের সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন তিনি। কদিন আগেই ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রণবীর। অনুরাগীদের সঙ্গে আগামী ছবি সিম্বার নিয়ে লাইভ চ্যাটও করেন তিনি। তারপর বেছে নেন টুইটারকে। শুরু করেন কোয়েশ্চেন-অ্যানসার রাউন্ড।

#asksimmba দিয়ে শুরু হয়ে রণবীরের লাইভ চ্যাট। প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরাও। প্রিয় অভিনেতার আসন্ন ছবি নিয়ে চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব। আসতে থাকে রণবীরের ভক্তদের নানান কমেন্ট। কোনওটায় প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা তো কোনও কমেন্টে রয়েছে রোহিত শেট্টির আগামী ছবি নিয়ে প্রশ্ন। তবে, নেটিজেনদের নজর কেড়েছেন রণবীরের শ্যালিকা অনিশা পাড়ুকোন। দীপিকার বোন রণবীরের পোস্টের তলায় কমেন্টের লিখেছেন “আই লাভ জিজু#asksimmba”। তবে লাভ কথাটি আবার ইমোজি দিয়ে লেখা।

মাস দেড়েক হলো বিয়ে হয়েছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের। দিদির বিয়েতে পাপারাৎজির নজর কেড়েছিলেন অনিশাও। দিদির বিয়ের আগেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম বদলে ফেলেছিলেন অনিশা। নতুন নাম রেখেছিলেন ‘দীপবীরওয়ালে’। সোশ্যাল মিডিয়ায় দীপবীর জুটির পাশাপাশি তখন ট্রেন্ডিংয়ে ছিলেন রণবীর সিংয়ের শ্যালিকা অনিশাও। সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গায় বিয়ের আসরে তাঁকে দেখতেও লাগছিল বেশ। বিয়ের পরেই নবদম্পতির ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অনিশা। দীপিকা-রণবীরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘রব নে বনা দি জোড়ি’।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর বিগ স্ক্রিনে রিলিজ হবে ‘সিম্বা’। বিখ্যাত ইংরেজি ছবি ‘লায়ন কিং’-এর খুব পরিচিত চরিত্র ছিল ‘সিম্বা’। আর এ বার সেই সিংহ সিম্বার নামেই তৈরি হচ্ছে বলিউডের নতুন ছবি। তাই দর্শকদের আশা ‘সিম্বা’-তে নিশ্চই সিংহের মতোই পর্দা কাঁপাবেন রণবীর। রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। দেখা যাবে অজয় দেবগণকেও। আর ভিলেনের ভূমিকায় রয়েছেন সোনু সুদ। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির ট্রেলরও।

দেখুন সিম্বা-র ট্রেলর

You might also like