শেষ আপডেট: 6th March 2019 21:01
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ন্যাড়া মাথা। চুলের হাল্কা একটা কালো শেড চোখে পড়ছে। ঘন কালো কাজল আর লিপস্টিক ছাড়া প্রসাধনের লেশমাত্র নেই। পরনে সাটিন মেটেরিয়ালের ওয়েস্টার্ন পোশাক। যার মাঝে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। কিন্তু নজর কাড়ছে বিভাজিকার ঠিক নীচে থাকা দগদগে একটা দাগ। লম্বালম্বি ওই দাগটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্ণনা করা নারীর জীবনের যন্ত্রণা। ভালো করে বুঝিয়ে দিচ্ছে তাঁর জীবন যুদ্ধের রণকৌশলের কথা। তবে নারীর দু'চোখ জুড়ে কিন্তু রয়েছে উজ্জ্বল হাসি। আর সেই হাসিই জানান দিচ্ছে, সব যন্ত্রণা, সব যুদ্ধে তিনি জয়ী। তিনি সোনালি বেন্দ্রে। ক্যানসার আক্রান্ত বলি অভিনেত্রী। এবং বর্তমানে ক্যানসার সারভাইভারও বটে। বলিউডের আর যাঁরা এই মারণ রোগে আক্রান্ত তাঁদের সবার কাছে একজন আদর্শ। ২০১৮ সালের জুন মাসে সোনালী জানতে পারেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। নায়িকা জানান, "শরীর খারাপ ছিল কদিন ধরেই। ব্যথা হতো। কিন্তু আমার দেহে যে ক্যানসার বাসা বেঁধেছে ঘুণাক্ষরেও টের পাইনি।" সুদূর নিউ ইয়র্কে শুরু হয় চিকিৎসা। পরিবার-বন্ধু-বান্ধব-আত্মীয়-পরিজন সবার থেকে দূরে গিয়ে প্রাথমিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে প্রতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানাতেন। এ বার ট্রেন্ড ভেঙে এক অন্য রকমের ঘরানায় পা দিতে চলেছেন সোনালি। আর সেই খবর দেওয়ার জন্যেও সোশ্যাল মিডিয়াকেই বেছে নিলেন তিনি। জানালেন, ফ্যাশন ম্যাগাজিনের চিরাচরিত প্রথা ভেঙে বিশ্বের অন্যতম বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-এর কভার গার্ল হতে চলেছেন তিনি। যেখানে এতদিন শোভা পেত নায়িকাদের মেকআপ কিংবা চোখ ধাঁধানো সৌন্দর্য। তবে আর তা হবে না। বরং চাকচিক্যের মোড়ক খুলে বাস্তবের রুঢ় চেহারাই এ বার নজরে আসবে 'ভোগ'-এর কভার পেজে। কারণ এ বার 'ভোগ'-এর কভার গার্ল স্বয়ং সোনালি বেন্দ্রে। একমাথা টাক আর অপারেশনের গভীর ক্ষত নিয়েই 'নিউ নরম্যাল' লুকে হাজির হয়েছেন নায়িকা। ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসা শুরু হতেই বাদ দিতে হয়েছিল সাধের চুল। তারপরেই সোনালি জানিয়েছিলেন, "আজকাল সাজতে আর সময়ই লাগে না।" তারপর যত সময় এগিয়েছে কঠিন থেকে কঠিনতম হয়েছে যুদ্ধক্ষেত্র। রণনীতিও নিতে হয়েছে কৌশলে। তবে ভেঙে পড়েননি সোনালি। বরং জানিয়েছিলেন, "এই শরীর অনেক ধকল সয়েছে। তাই আজকাল ওকে আর একটু বেশি ভালোবাসি।" 'ভোগ'-এর কভার শ্যুট-এর পর নায়িকার আত্মবিশ্বাস এবং মনোবল যে আরও খানিকটা বেড়ে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রমাণ দিচ্ছে সেটারই। ফটোশ্যুটের ছবি শেয়ার করে সোনালি লিখেছেন, "কেকের উপর আইসিং করতে যতটা সময় লাগে, আমার মেকআপের জন্য বরাদ্দ সময় এখন ততটাই। পুরো সময়ের এক তৃতীয়াংশ। তারপরেই চোখ বুঝে ঝাঁপিয়ে পড়লাম এই নতুন কাজে।" ফটোশ্যুটের পর সোনালি ধন্যবাদ জানিয়েছেন তাঁর মেকআপ আর্টিস্ট এবং ক্যামেরাম্যানকে। আত্মবিশ্বাসী লুকে লেন্স বন্দি হওয়ার পর বলেছেন, "ভীতি ছিল। কিন্তু ওঁরা সবটা কাটিয়ে দিয়েছে, নিজের নতুন লুক আবিষ্কার করলাম। এবং এতেও আমি একদম স্বাভাবিক, সাবলীল।" https://www.instagram.com/p/BuqTpLhBBll/