Latest News

একুশের বলিউডে ব্রা পরলেন না যাঁরা! শুধুই ফ্যাশন, নাকি মুক্তির দীপ্তিও

দ্য ওয়াল ব্যুরো: বিভীষিকাময় ২০২০-র পর একুশের শুরুটা ভালই হয়েছিল। কিন্তু কোভিডের দাপট বছরের মাঝামাঝি ফের আছড়ে পড়ে। দ্বিতীয় ঢেউয়ের সংকট কাটিয়ে ২০২১ সালেই আবার ধীরে ধীরে চেনা ছন্দে ফিরেছে পৃথিবী। তবে এই অতিমহামারীর পুরো সময়টায় বিনোদনে খামতি নেই। বলিউডের তারকারাও কেউ বসে নেই। শ্যুটিং তো আছেই, তাছাড়াও কেউ বিয়ে করছেন, বিচ্ছেদ হচ্ছে কারও, কেউ আবার নতুন লুকে হাজির হয়ে এক্কেবারে চমকে দিচ্ছেন অনুরাগীদের।

 

২০২১ জুড়ে বলিউড তারকা অভিনেত্রীদের মধ্যে তেমনই একটি ট্রেন্ড হয়ে উঠেছে জনপ্রিয়। অনেকেই তাঁরা সাহসী লুকে ক্যামেরার সামনে ধরা দিতে অভ্যস্ত। তবে এবছর নতুন ট্রেন্ড অন্তর্বাস বা ব্রা না পরা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু উরফি জাভেদ, নতুন এই বোল্ড ট্রেন্ডে বাদ যাননি কেউ। পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে বক্ষবন্ধনী খুলে ছুঁড়ে দিয়েছেন তাঁরা। এতে একদিকে যেমন তাঁদের ফ্যাশন সেন্সে যোগ হয়েছে নতুন পালক, তেমনই শান দেওয়া গেছে ক্যামেরার সামনের সাহসিকতায়ও। স্তনযুগল নারী শরীরের অঙ্গমাত্র, অশ্লীলতার আবরণে তাকে ঢেকে না রেখে মুক্তির আস্বাদ পাওয়ার পথ খুলে দিয়েছেন প্রিয়াঙ্কা, উরফি, রাধিকা আপ্তেরা। ব্রা-লেস ফটোশ্যুটে কারা কারা এবছর নজর কাড়লেন? আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকার।

প্রিয়াঙ্কা চোপড়া

শুধু বড়পর্দায় দুরন্ত অভিনয় নয়, ফ্যাশন সেন্সেও বরাবর নজর কাড়েন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রামে কিছু অবিশ্বাস্য চোখ ধাঁধানো ব্রা-লেস ছবি শেয়ার করেছেন ‘দেশি গার্ল’। সেখানে তাঁকে সাদা ধুতি আর গোলাপ-রঙা জ্যাকেটের অনবদ্য লুকে দেখা গেছে। সামনের দিক থেকে সেই জ্যাকেট ছিল খোলা। ব্রা যে তিনি পরেননি তা সেই ছবি থেকেই পরিষ্কার হয়েছিল।

 

মৌনী রায়

হিন্দি টেলি জগতে চেনা মুখ বঙ্গ তনয়া মৌনী। তাঁর বোল্ড আউটফিটে হামেশাই ঘায়েল হন নেটিজেনরা। এবছরের অগস্ট মাসে সবুজ বেনারসী পরে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়েছিলেন মৌনী। পরনে শুধু শাড়িটুকুই। ব্লাউজ কিংবা ব্রা কিছুই নেই। গয়না বলতে শুধু কানজোড়া দুল। এক পিঠ খোলা চুল নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মৌনী। আটপৌরে বাঙালি সাজের এই সমস্ত ছবি দেখে মুগ্ধ ভক্তরাও।

 

রাধিকা আপ্তে

স্বল্প পোশাকের সাহসী লুকে প্রায়ই দেখা যায় রাধিকা আপ্তেকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গাঢ় বাদামী রঙের পোশাক পরেছেন তিনি। পরনে কোনও অন্তর্বাস ছিল না, ছবি থেকেই তা পরিষ্কার। বক্ষযুগলের মাঝে দোল খাচ্ছে কেবল একটি গোলাকার লকেট।

 

ক্যাটরিনা কাইফ

২০২১-এ বিয়ের পিড়িতে বসেছেন ক্যাটরিনা। বছরের শেষটায় চর্চার শিরোনামে ছিলেন তিনিই। ব্রা-লেস লুকে তাঁকেও মন্দ লাগেনি। সাদা কালো ছবিতে খোলামেলা পোশাক দেখা গেছে ক্যাটরিনার। বুক খোলা সেই পোশাক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

 

অনুষ্কা শর্মা

দেওয়ালে বুক ঠেকিয়ে ব্রা-লেস লুকে ভাইরাল হয়েছেন অনুষ্কা শর্মাও। খোলা চুল এলিয়ে রয়েছে পিঠ জুড়ে, বুক ঢেকে রাখা পোশাকের ভিতরে নেই অন্তর্বাস। চোখ দিয়ে উষ্ণতা ছড়িয়েছেন অনুষ্কা।

 

মালাইকা অরোরা

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বি-টাউনে চর্চায় মালাইকা অরোরা। মাঝেমধ্যেই তাঁকে ছোটখাটো পোশাকে দেখা যায় মুম্বইয়ের রাস্তায়। এবছর মালাইকাকে দেখা গেছে সাদা ব্রা-লেস লুকেও। যথারীতি সেই পোশাকের বুকের সামনের দিকে আবরণ নেই। এই ছবিও বেশ শোরগোল ফেলেছিল।

 

টিনা দত্ত

জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনা দত্তকে এবছর অন্তর্বাস ছাড়া দেখা গেছে বোল্ড লুকে। তাঁর একটি ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে শরীরের উপরের অংশে ব্রা তো দূর কোনও পোশাক পরেননি তিনি। দেওয়ালের দিকে মুখ করে পিছন ঘুরে রয়েছেন তিনি। নীচে পরেছেন হরেক রঙের একটি হটপ্যান্ট। লম্বা চুলে ঢাকা আছে তাঁর পিঠ।

 

এষা গুপ্তা

হিন্দি ফিল্ম দুনিয়ায় চেনা মুখ এষা গুপ্তা। জন্নত ২ ছবির হাত ধরে তাঁর জনপ্রিয়তা। তাঁকেও মাঝেমধ্যেই দেখা যায় বিভিন্ন সাহসী আউটলুকে ধরা দিতে। এবছর তিনিও ব্রা-লেস শ্যুটে উষ্ণতা ছড়িয়েছেন। আবুধাবি গ্র্যান্ড পিক্সে তাঁর লুক আগুন ধরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গেছে এষা গুপ্তা বসে আছেন এক বিলাসী সোফার উপর। তাঁর পরনে বাদামী রঙের একটি প্যান্ট স্যুট। যার সামনের দিকটা খোলামেলা, স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বাসের অনুপস্থিতি।

 

সনজিদা শেখ

টেলি অভিনেত্রী সনজিদা শেখ হিন্দি সিরিয়ালের জগতে পরিচিত মুখ। হামেশাই বিভিন্ন বোল্ড হট লুকে উষ্ণতা ছড়ান তিনি। তবে ২০২১-এ যে ব্রা-লেস শ্যুটে সনজিদাকে দেখা গেছে তা অনবদ্য। অনুরাগীরা যেন চোখ সরাতে পারেননি। ছবিতে তাঁর পরনে একটি গাঢ় কমলা রঙের পোশাক। গলার কাছে তার কাটিং বিপজ্জনক। বক্ষ বিভাজিকা সেখানে সুস্পষ্ট। পরিষ্কার দেখা যাচ্ছে ব্রা তিনি পরেননি।

 

উরফি জাভেদ

খোলামেলা সাহসী পোশাকে ভাইরাল হওয়াই উরফি জাভেদের জনপ্রিয়তার চাবিকাঠি। ২০২১-এই অনেক বেশি করে লাইমলাইট তিনি কেড়ে নিয়েছেন। ব্রা-লেস ফটোশ্যুট এবছর করেছেন উরফিও। একবার নয়, একাধিক বার। মুম্বইয়ের রাস্তায় হল্টারনেক টপ আর বেজ রঙা প্যান্টে দেখা গেছে উরফিকে। অন্তর্বাস ছাড়া তাঁর এই লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। এছাড়া একটি রেস্তোরাঁ আউটিংয়ে কালো ব্রা-লেস লুকে দেখা গেছে উরফিকে। উরফির এই সাহসী লুকের কারণে তাঁকে নিয়ে ট্রোলিংও কম হয়নি।

You might also like