শেষ আপডেট: 12th February 2022 10:46
দ্য ওয়াল ব্যুরো: খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ডেবিউ ছবি 'কালকক্ষ (হাউজ অফ টাইম)'। টিজার রিলিজ করেছিল মাস পাঁচেক আগেই। এবার সোশ্যাল মাধ্যমে মুক্তি পেল ছবির মিউজিক্যাল ট্রেলার। গানের মধ্যে দিয়ে ছবির চমকপ্রদ ঝলক সামনে এল দর্শকদের। 'কালকক্ষ'র হাত ধরে শতবর্ষ প্রাচীন বাঙালি প্রযোজনা সংস্থা অরোরা ফিল্ম কর্পোরেশনের প্রত্যাবর্তনও এই ছবির এক বড় চমক।অতিমারির প্রেক্ষাপটে এক সুদক্ষ কিন্তু উদাসীন চিকিৎসক একটা প্রায় ফাঁকা বাড়িতে আচমকা বন্দি হয়ে পড়েন। যেখানে থাকেন তিনজন নারী- এক ভীতিগ্রস্ত মধ্যযৌবনা, এক স্মৃতিভ্রষ্ট প্রবীণা ও এক নিঃসঙ্গ বাচ্চা মেয়ে। বন্দিগৃহ থেকে মুক্তির চেষ্টা করে বারবার ব্যর্থ হন সেই চিকিৎসক। আর ক্রমশ উপলব্ধি করেন যে কোনও অবোধ্য শক্তির অদৃশ্য মায়াজালে আটকে পড়েছেন তিনি। শুধুমাত্র স্থান নয় হয়তো তিনি কালের কক্ষেও আবদ্ধ। এরকম এক গল্প নিয়েই 'কালকক্ষ (হাউজ অফ টাইম)'-এর কাহিনি আবর্তিত।
তন্নিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখার্জী, অহনা কর্মকার, জনার্দন ঘোষ, অমিত সাহা অভিনীত এই ছবির নতুন মিউজিক্যাল ট্রেলারে চরিত্রদের দেখা মিলল এক ভিন্ন অবতারে।। পুরো ছবি জুড়ে সময়ের যে রহস্য সেই রহস্য যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে বিয়াস সরকারের গাওয়া 'এক বুড়ি, তিন মুড়ি' গানটি, আর তার আবহে নির্মিত এই ট্রেলারে। গানটির কথা ও সুরারোপ করেছেন ছবির অন্যতম পরিচালক রাজদীপ পাল। সঙ্গীতানুষঙ্গে অভিজিৎ কুণ্ডু।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে এই মিউজিক্যাল ট্রেলার। মিলেছে একের পর এক আন্তর্জাতিক সম্মাননাও। ছবির মিউজিক্যাল ট্রেলারের মুক্তির দিনেই ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্লিনালে ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে এই ছবি নির্বাচিত হয়েছে। ১০ টি ভারতীয় ছবির মধ্যে একমাত্র বাংলা ছবি হিসেবে 'কালকক্ষ' পেল এই বিরল সম্মান। এর আগে ২৬তম বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার, সঙ্গে দুটি স্ক্রিনিং এবং সপ্তম ক্যালাইডোস্কোপ ভারতীয় চলচ্চিত্র উৎসব, বোস্টনে উদ্বোধনী ছবি হিসেবে ৫২তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, গোয়া (IFFI)-এ ইন্ডিয়ান প্যানোরমা- দেশি বিদেশি নানা সম্মানে ইতিমধ্যেই ভরে উঠেছে এই ছবির ঝুলি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছবির দুই পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আনন্দ গোপন করেননি পরিচালক জুটি। জানালেন, "বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে দেশি ও আন্তর্জাতিক একাধিক চলচ্চিত্র উৎসবে যেভাবে এই ছবি সম্মান পেয়ে চলেছে তাতে আমরা অভিভূত ও আপ্লুত। আজ বার্লিনালে ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে একমাত্র বাংলা ছবি হিসেবে 'কালকক্ষ' নির্বাচিত হয়েছে। এই স্বীকৃতি আমরা আপামর বাঙালির সঙ্গে ভাগ করে নিলাম। মিউজিক্যাল ট্রেলার মুক্তির পর থেকেই যে ভাবে মানুষের ভালোবাসা ও প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সত্যিই ছবিকে ঘিরে বেশ আশাবাদী লাগছে।" ছবির প্রযোজক ও অরোরা ফিল্ম কর্পোরেশন এর কর্ণধার অঞ্জন বসু বললেন, "কালকক্ষ ছবিটি এমন একটা ছবি, যা বাঙালিকে সত্যিই নতুন কিছু উপহার দেবে। বাংলা ছবি আজ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেদিক থেকে এই ছবি একেবারে ভিন্ন স্বাদের। ছবির আন্তর্জাতিক সম্মান লাভ প্রযোজক হিসেবে আমায় আশাবাদী করে তোলে। খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এবছর গরমেই দর্শকেরা হলে এই ছবি দেখতে পাবেন, তেমনটাই জানালেন প্রযোজক।