
গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। মাসখানেক আগে আবার অসুস্থ হয়ে পড়েন। প্রায় একমাস বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতেও ভুগছিলেন। মঙ্গলবার মাঝ রাতে ফের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারিক চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেন। মধ্যরাতে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় বাপ্পি দা।
সূত্রের খবর, আজ সকাল ১১টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হবে বাপ্পি লাহিড়ির অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে যাওয়া হবে সুরের জাদুকরের মরদেহ। লাহিড়ি হাউস থেকে মিনিট দশেকের দূরত্বে ভিলে পার্লের পবনহংস শ্মশান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রথমে শোনা গিয়েছিল, বুধবার হবে সঙ্গীত শিল্পীর শেষ কৃত্য। কিন্তু তারপর পরিবারের তরফে জানানো হয়, বুধ নয়, অন্তিম যাত্রা হবে বৃহস্পতিবার। ছেলে বাপ্পা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন। শেষকৃত্যের বিধি পালন করবেন তিনিই।