শেষ আপডেট: 7th March 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা তিনি বলতে পারেন না, তবে বুঝতে পারেন একটু। এর আগে অবশ্য তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা, উমাকান্ত পাতিল (Umakant patil)। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘সূর্যবংশী’, ‘জওয়ান’, বা ‘সার্কাস’-এর মতো বলিউড ছবির পর, এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন উমাকান্ত। ছবির নাম 'ভামিনী'। এক কথায় তিনি এই ছবির ইউএসপি। উমাকান্ত ছাড়াও ছবিতে যে দু’জন অভিনেতা মুখ্য চরিত্রে রয়েছেন, তাঁরা প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত মুখোপাধ্যায়। (Priyanka Sarkar, Tathagata Mukhopadhyay)
বালুরঘাট এক ছোট শহরে। সুহিতার নেতৃত্বে গড়ে ওঠে গোমিরা মহিলা নৃত্যদল। গোমিরা মুখোশের আড়ালে সমাজে ঘটে চলা অবিচারের বিরুদ্ধে লড়াই করতে থাকে তাঁরা। হঠাৎ এক অন্ধকার রহস্যের মুখোমুখি হয় গোটা দল। শহরে চলতে থাকে এক মারণ ভাইরাসের নিয়ে অবৈধ ক্লিনিকাল ট্রায়াল। তা নিয়ে যত অনুসন্ধান এগোয়, আরও ঘনীভূত হয় রহস্য। বারবার বিপদের মুখোমুখি পড়তে হয় তাঁদের। সাহায্যে আসেন অফিসার ইন্দ্র আহুজা। সুহিতা, তাঁর দল কিংবা ইন্দ্র কি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ন্যায়বিচার পথ খুঁজতে পারবে? নাকি তাঁরাই হয়ে যাবে অপরাধীদের নেক্সট টার্গেট?
View this post on Instagram
পরিচালক হিসাবে 'ভামিনী'-তেই আত্মপ্রকাশ করতে চলেছেন চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র। এই ছবির জন্য বাংলা ভাষা শিখেছেন উমাকান্ত। তাঁর কথায়, ‘সংলাপে বাংলা বলেছি। ডাবিং করেছি। নতুন ভাষা শিখে খুব ভাল লেগেছে।’ নতুন পরিচালকের সঙ্গে কাজ করছেন উমাকান্ত, প্রিয়াঙ্কা, তথাগত। তাঁদের প্রত্যেকের কথায় পরিচালকের নতুন হলেও পরিশ্রমী। তাই কারওরই কাজ করতে অসুবিধে হয়নি। প্রিয়াঙ্কা সরকারও এই ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। দিনের পর দিন শিখেছেন গোমীরা নাচ। আলাদা প্রশিক্ষক রেখে শিখেছেন সেই নাচ। তবে, প্রিয়াঙ্কা গোটা ক্রেডিট দিলেন পরিচালককেই, ‘স্বর্ণায়ুর সাহস আছে। এমন এক শিল্পকে ও ওর ছবির মাধ্যমে তুলে ধরেছেন, যা এখনও মানুষের অগোচরে রয়েছে। শুধু তাই নয়, সিনেমায় আমরা কলকাতাকেই বড় করে দেখে থাকি ছবিতে। বালুরঘাটের মতো ছোট, সুন্দর শহর যে রয়েছে, সেগুলো দর্শকের সামনে আসবে।’ ছবিতে শুধু বালুরঘাটকেই রাখেনি পরিচালক। বালুরঘাটের একাধিক মঞ্চাভিনেতারাও কাজ করছেন ‘ভামিনী’তে। একদিকে গ্রামবাংলার জীবনযাত্রা, সংস্কৃতি, অন্যদিকে ক্রাইম থ্রিলার। এমন এক মিশেলে পরিচালক ফেঁদেছেন তাঁর প্রথম ছবির গল্প।
তবে সে গল্পের জোর ঠিক কতটা তা জানতে, অপেক্ষা করতে হবে। আগামী ২৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে পরিচালক স্বর্ণায়ু মৈত্রর প্রথম ছবি ‘ভামিনী’।