Latest News

মফস্বলের প্রেমকে ‘আস্কারা’ দিতেই ভ্যালেন্টাইন্স ডে-র গান বেঁধেছেন একদল তরুণ

দ্য ওয়াল ব্যুরো: বন্ধু নামের কোনও পদবী হয় না, বন্ধুত্বের ঠিকানা পাওয়া যায় হাত বাড়ালেই। জলরঙ, ফুটকড়াই, আর বন্ধুত্ব ভালবাসা নিয়েই বেড়ে ওঠে মফস্বলের প্রেমগুলো। বন্ধুত্বের চারাগাছ বড় হয়ে প্রেম নামে পরিচিত হয়। কোনও প্রেমের পরিণতি ঘটে, কোনও প্রেম ডায়েরির পাতায়তেই রয়ে যায়। ভয়ে ভয়ে পড়ার ব্যাচে প্রিয় মানুষের আঙুলে আলতো আঙুল ছোঁয়ানোতে পাওয়া যায় অপার আনন্দ। আসলে মফস্বলের প্রেম শুরু টিউশনি ব্যাচে কিংবা সরস্বতী পুজোতে।

সেই প্রেম ভালবাসাকেই মনে করে গান বাঁধলেন পিয়াস, সৌম্য, তানিয়ারা। তাঁদের শব্দ সুর ‘আস্কারা’ দিচ্ছে মফস্বলের এই না বলতে পারা সম্পর্কগুলো। ভালবাসার দিনেই তাঁরা ইউটিউবে রিলিজ করেন তাঁদের গান ‘আস্কারা’। গানটি লেখেন পিয়াস, সুর করেন সৌম্য আর গানটি গেয়েছেন সৌম্য ও তানিয়া। মিউজিক অ্যারেঞ্জ করেছেন গৌরব। এই গানের লেখক পিয়াসের কথায় মফস্বলের দিকে বছর দশ আগেও সেইভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন হত না, প্রেমের দিন হিসেবে সবটাই ছিল সরস্বতী পুজো। আর সারাবছরই চলত লুকিয়ে লুকিয়ে প্রেম! বুকে অনেকটা সাহস সঞ্চয় করে চিঠির আদান-প্রদান, এইভাবেই জমে উঠতো প্রেমগুলো, খুব সহজেই।

এই গানটা একঝটকাতে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলাতে। ‘ফ্রেমে রাখা ডাকটিকিট জল রঙে ডানা মেলে’, আর গানও ডানা মেলার সাহস যোগায় অনেক অনেক ভালবাসাদের। এর মধ্যে গানটি দর্শকদের ভালবাসা পেয়েছে প্রচুর। এই গানের ভিডিওতে অভিনয় করছেন শিশু শিল্পী হিসেবে ঐশানি মিত্র। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন গার্গী রায় চৌধুরী, বিপাশা রায়, মীনাক্ষী ঘোষ ও অঙ্কন হাজরা। পাড়ার মোড়ে, সাইকেলে কিংবা টিউশনের ব্যাচের মিষ্টি প্রেমগুলো অচিরেই হারিয়ে যায়, ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে সেই ছবিকেই শব্দ আর সুর দিয়ে তুলে ধরলেন এই তরুণ তুর্কীরা।

You might also like