শেষ আপডেট: 6th December 2024 20:40
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে ওটিটিতে চলে এসেছে এক গুচ্ছ সিনেমা ও ওয়েব সিরিজ। ২৯ নভেম্বর মোট পাঁচটি নতুন সিনেমা ও সিরিজ এসেছে। পরে বাকি তিনটি। সাইকোলজিক্যাল থ্রিলার ও পলিটিক্যাল-থ্রিলার থেকে শুরু করে কমেডি ও সায়েন্স-ফিকশন, এই সপ্তাহের শেষে এই ছবি-সিরিজগুলি দেখা যেতেই পারে।
দ্য ট্রাঙ্ক- নেটফ্লিক্স
সিও হিউন-জিন এবং গং ইউ অভিনীত এই কে-ড্রামাটি কিম রিও-রাইওং-এর উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এর গল্পটি দুই ব্যক্তিকে ঘিরে। গোটা সিরিজ জুড়েই রয়েছে রহস্যের ছোঁয়া। নেটফ্লিক্সে শুক্রবার আসতে চলেছে এই কে-ড্রামা।
দ্য ম্যাডনেস- নেটফ্লিক্স
একজন সাংবাদিককে নিয়ে গল্প। যাঁর জীবন একটি খুন দেখার পর সম্পূর্ণভাবে বদলে যায়। এই খুনের অভিযুক্ত হিসেবে যখন সাংবাদিককের দিকেই আঙুল ওঠে, তখন বদলে যায় প্রেক্ষাপট। তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন কি না, সেটাই দেখার।
ডিভোর্স কে লিয়ে কুছ ভি করেগা- জি ফাইভ
ঋষভ চাড্ডা এবং অ্যাবিগেল পান্ডে অভিনীত, এই কমেডি ছবিটি দুই প্রতিযোগী সাংবাদিকের গল্প। দু'জনই প্রাইম টাইম নিউজ অ্যাঙ্কর হতে চায়। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে, তারা দুর্ঘটনাক্রমে বিয়ে করে। এই নিয়েই গোটা ছবিটি তৈরি করা হয়েছে।
আওয়ার লিটল সিক্রেট- নেটচফ্লিক্স
লিন্ডসে লোহান ও ইয়ন হার্ডিং অভিনীত আওয়ার লিটল সিক্রেট দিয়ে হতে পারে আপনার ক্রিস্টমাস জমজমাট। দুই প্রাক্তন ক্রিস্টমাসের জন্য এক ছাদের তলায় থাকতে বাধ্য হয়। পরে তাঁরা জানতে পারে, বর্তমানে তাঁদের সঙ্গী আসলে ভাই-বোন। আর সেই নিয়েই বাকি গল্প।
প্যারাসুট - ডিজনি+ হটস্টার
প্যারাসুট একটি তামিল ছবি, যা দুই ভাইবোনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তারা তাদের বাবার বাইক নিয়ে বেড়াতে যায়। তাদের যাত্রা এমন একটি দুঃস্বপ্নে পরিণত হবে, যা গল্পের মূল আকর্ষণ। ডিজনি+ হটস্টার-এ শুক্রবার এটি আসতে চলেছে। অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা।
সেন্না- নেটফ্লিক্স
এয়েরটন ব্রাজিলিয়ান হিরো, তাঁর কীর্তি ও স্ট্রাগল নিয়ে এই গল্প। গত সপ্তাহে ওটিটিতে এসেছে। সমালোচকদের প্রশংসাও অর্জন করেছে।
সিকান্দার কা মুকাদ্দার - নেটফ্লিক্স
সিকান্দার কা মুকাদ্দার হল চলতি সপ্তাহের ওটিটি রিলিজের তালিকায় থাকা অন্যতম একটি সিরিজ। নীরজ পান্ডে দ্বারা নির্মিত সিনেমাটি একজন পুলিশকে নিয়ে তৈরি করা হয়েছে। দেখতে হলে নেটফ্লিক্সে চোখ রাখতে হবে।
আসাফ- নেটফ্লিক্স
এক উবার চালকের গল্প। যাঁর বিবাহ বিচ্ছেদ চলছে। ছেলেকে কিডন্যাপ করেছে কেউ, সেই সূত্রে তাঁর অপরাধ জগতে প্রবেশ। কীভাবে ছেলেকে বাঁচাবে, আদৌ বাঁচাতে পারবে কি না, সেই নিয়েই গল্প।