শেষ আপডেট: 19th July 2024 18:52
বাংলা ছবিতে ফ্রেশ জুটিকে লঞ্চ করা হলেই মিষ্টি রোমান্টিক প্রেমের গল্প দেখানো হয়। কিন্তু নবাগতা পরিচালক পৌষালি সেনগুপ্ত তাঁর প্রথম ফিচার ফিল্মে নতুন জুটিকে নিয়ে আসছেন থ্রিলার গল্পে। গল্প এগিয়েছে পাহাড়ি রাস্তা ধরে। পাহাড়ি পথের বাঁকেবাঁকে রয়েছে রোমাঞ্চ। এই নতুন ছবির নাম 'সূচনা',যেটি মুক্তি পেতে চলেছে ২৬শে জুলাই,২০২৪।
থিয়েটার ও টেলিভিশন অভিনেতা পার্থপ্রতিম দেবের ছেলে রূপ দেব হিরো রূপে 'সূচনা' ছবিতে ডেবিউ করতে চলেছেন। ইঞ্জিনিয়ারিং থেকে এসেছেন হিরো হতে। তাঁর বিপরীতে নায়িকাও নতুন মুখ মেঘা মুখার্জি। মেঘা বেথুন কলেজের দর্শনের ছাত্রী একদিকে, অন্যদিকে সে গায়িকা হিসেবেও ছাপ রেখেছে। দেবজ্যোতি মিশ্রের সঙ্গে কাজ করেছে মেঘা। তেমন কলকাতা ও বাংলাদেশের সিরিয়ালে গান গেয়েছিল সে । তবে এবার গায়িকা নয় নায়িকা রূপে ডেবিউ করতে চলেছে মেঘা।
পরিচালক পৌষালি সেনগুপ্ত টলিউডে মহিলা পরিচালকের তালিকায় পা রাখতে চলেছেন। প্রযোজনা জগতে পৌষালির রয়েছে ১৮ বছরের অভিজ্ঞতা। প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীকালে ফিল্ম নির্মাণে আগ্রহ তৈরি হয় তাঁর। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম তৈরির কারিগরি শিক্ষা নেন তিনি। তবে প্রথম ছবিতে আর্ট ফিল্ম নয় থ্রিলার মেনস্ট্রিম ছবি বানিয়েই আশি শতাংশ দর্শকের কাছে পৌঁছতে চান পৌষালি। তাঁর মতে মেনস্ট্রিম ছবিতেই দর্শক তাঁকে চিনবে বেশি। তারপর আর্ট ফিল্ম বানানো যেতেই পারে।
একটা সময় স্টেটসম্যান সংবাদপত্রের অনলাইন সংস্করণে কাজ করেছেন তিনি। রাজ চক্রবর্তীর 'অ্যাডভেঞ্চার অফ জোজো' ছবির টিমেও ছিলেন পৌষালি। তাঁর বোনের সঙ্গেই খুলেছেন 'পোঙ্গিলা প্রোডাকশন'। যেটি এই ছবির প্রযোজনার দায়িত্বে। 'সূচনা' ছবিটি পৌষালির প্রথম ফিচার ফিল্ম কিন্তু এত ঝকঝকে স্মার্ট ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি যা ছবিটি দেখার সবথেকে বড় আকর্ষণ। দুর্ধর্ষ দৃশ্য ছবির বাঁকেবাঁকে তাই নতুন ফ্রেশ জুটিকে আরো ভাল লাগছে। প্রথম পরিচালনায় এত ভাল ক্যামেরার কাজ চট করে দেখা যায় না। স্মার্ট উপস্থাপনা সূচনা ছবির আসল ইউএসপি।
'সূচনা' রহস্য রোমাঞ্চ থ্রিলার গল্প। তারমাঝেই চলেছে প্রথম প্রেমের সুবাস। সিকিমের পার্বত্য উপত্যকা ও গভীর জঙ্গলে বেশিরভাগ শ্যুট করা হয়েছে এই ছবির। বিক্রম আনন্দের সিনেমাটোগ্রাফি এই ছবি দেখার প্রধান কারণ।
সূচনা ছবিতে জনপ্রিয় নায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তী একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন,যা ছবিটির মুখ্য আকর্ষণ।
ছবিতে গান গেয়েছেন শ্রেয়ান ভট্টাচার্য ও শোভন গাঙ্গুলি। সংগীত পরিচালনা করেছেন সরোদ বাদক অর্ক সেন এবং গানের কথা লিখেছেন অরূপ ঘোষ।
'সূচনা' ছবিটি মুক্তি পেতে চলেছে ২৬ শে জুলাই শুক্রবার কলকাতা ও শহরতলিতে।
নতুন জুটি রূপ আর মেঘা কতটা সফল হতে পারে নতুন পরিচালিকার হাত ধরে সেটা সময়ই বলবে। শুভেচ্ছা রইল 'সূচনা' টিমের শুভ সূচনায়।