জানা যাচ্ছে, ছবিটি আদপে এক সাইকোলজিক্যাল থ্রিলার। নেপালে গিয়েছিলেন দু'জনে। আচমকাই অঘটন। তবে চমক রয়েছে আরও।
শেষ আপডেট: 25 May 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: গিয়েছিলেন একান্তে সময় কাটাতে। হনিমুনে গিয়ে ছিল নানা পরিকল্পনা। চোখে ছিল নানা স্বপ্ন। আর ঠিক তখনই কোনও এক সন্ধের প্রাকমুহূর্তে ঘটে গেল ভয়ানক এক বিপর্যয়। স্ত্রীকেই হারিয়ে ফেললেন অনুভব। ছবির নাম 'ঠিক সন্ধে নামার আগে'। আর এই ছবিতেই হিরো অনুভব। বিপরীতে দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে।
জানা যাচ্ছে, ছবিটি আদপে এক সাইকোলজিক্যাল থ্রিলার। নেপালে গিয়েছিলেন দু'জনে। আচমকাই অঘটন। তবে চমক রয়েছে আরও। স্ত্রীকে হারিয়ে ফেললেও তাঁর স্ত্রীর মতো দেখতেই হুবহু এক মহিলার সঙ্গে দেখা হয় অনুভবের। এরপর? তা নিয়ে এগচ্ছে গল্প।
নেপালের পাহাড়ি এলাকার আঁকেবাঁকে হয়েছে এই ছবির শুটিং। রাস্তা ছিল দুর্গম। আবহাওয়াও সঙ্কুল। তবু 'শো মাস্ট গো অন'। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। কাশ্মীরি লেখক অঞ্জুম বাবার 'খাপাস' নামক একটি গল্পের উপরে নির্ভর করে এই ছবি বানিয়েছেন পরিচালক কৌস্তভ চক্রবর্তী। পরিবেশনা মোজোটেল এন্টারটেনমেন্ট ও সুমনা কাঞ্জিলাল। ছবিটির প্রযোজক নির্মাল্য মোদক ও সুমিতা মোদক। সব ঠিক থাকলে এই বছর নভেম্বরে মুক্তি পাবে ছবিটি।