Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Sohini- Arifin

‘চরকি’এল ঘরে! ফেডারেশনের সঙ্গে সমস্যা মিটিয়ে শুরু হচ্ছে ‘লহু’র শুটিং, থাকছেন সোহিনী-আরিফিন

মনোমালিন্য পেরিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’। নিজের মুখেই জানালেন, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও চরকির ভারতীয় কর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানালে সব সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মধ্যস্থতা করে সমস্যার সুরাহা করেছেন।

‘চরকি’এল ঘরে! ফেডারেশনের সঙ্গে সমস্যা মিটিয়ে শুরু হচ্ছে ‘লহু’র শুটিং, থাকছেন সোহিনী-আরিফিন

‘চরকি’এল ঘরে

শেষ আপডেট: 6 July 2025 10:01

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ টানাপড়েনের অবসান। প্রায় বছরখানেক আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও ‘চরকি’ ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে ফেডারেশনের সম্পর্কের রসায়নে দেখা দিয়েছিল ফাটল। ‘লহু’ ওয়েব সিরিজটির কাজ শুরু হওয়ার কিছুদিন পর আচমকাই থমকে যায় গোটা প্রজেক্ট। অভিযোগ, ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালকের তরফে শ্যুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা হয়। ফলত, সাসপেন্ড করা হয় পরিচালককে। সেই সময় এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা টলিপাড়ায়। অবশেষে মিটল সমস্যা।

মনোমালিন্য পেরিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’। নিজের মুখেই জানালেন, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও চরকির ভারতীয় কর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানালে সব সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মধ্যস্থতা করে সমস্যার সুরাহা করেছেন।

রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বহাল, TV9 নাইন বাংলার কাছে ফোঁস করলেন  পরিচালক, 'মস্তানির একটা সীমা আছে' - Bengali News | Director rahool Mukherjee  reacts to his suspension ...

রাহুল বলেন, “স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। ওঁর সহযোগিতাতেই আবার কাজ শুরু করতে পারছি।” অন্যদিকে অনিন্দ্যর বক্তব্য, “আমাদের দিক থেকেও কিছু ভুল হয়েছিল। সেটা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা ফের কাজ শুরু করছি, সামনে চরকির আরও বেশ কিছু কাজের পরিকল্পনাও রয়েছে।”

উল্লেখ্য, ‘লহু’ সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে তৈরি এই সিরিজ নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

এবার 'লহু' ওয়েব সিরিজে জুটি বাধবেন শুভ-সোহিনী

টেকনিশিয়ানদের পারিশ্রমিক সহ একাধিক সমস্যা নিয়ে সাম্প্রতিক সময়ে ফেডারেশনের মুখোমুখি হয়েছিল একাধিক প্রযোজক ও পরিচালক। আলোচনার মাধ্যমে তার বেশিরভাগ সমস্যারই সমাধান হয়েছে। ‘লহু’ সিরিজের শ্যুটিং ফের শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

তবে প্রশ্ন একটাই, এই সমঝোতার আবহের স্থায়িত্ব কতদিন? ভবিষ্যতে ‘চরকি’-র মতো প্ল্যাটফর্ম টলিউডের সঙ্গে আরও যৌথ প্রজেক্টে যুক্ত হবে কি? উত্তর অবশ্য লুকিয়ে সময়ের হাতেই। 
 


ভিডিও স্টোরি