নেটফ্লিক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিরিজ 'আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক'
শেষ আপডেট: 2nd September 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিরিজ 'আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক'কে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। পরিচালক অনুভব সিনহার এই ওয়েব সিরিজটি নিয়ে এবার বিপাকে নেটফ্লিক্স। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে দিল্লিতে তলব করেছে। সূত্রের খবর, মঙ্গলবারই নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট হেডকে মন্ত্রকে হাজিরা দিতে হবে। 'আইসি ৮১৪' থেকে উঠে আসা বিতর্কিত দিকগুলির বিষয়ে তাঁর কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রক।
অভিযোগ, 'আইসি ৮১৪'-তে সন্ত্রাসীদের আসল নাম লুকোনোর চেষ্টা করা হয়েছে। ফলে, নেটিজেনরা শোয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নেটফ্লিক্স বয়কটের হ্যাশট্যাগও পোস্ট করা হচ্ছে।
বিতর্ক কী নিয়ে?
পরিচালক অনুভব সিনহার 'আইসি ৮১৪' নেটফ্লিক্স শোটি ১৯৯৯ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর আইসি ৮১৪ বিমানটি , সন্ত্রাসীরা হাইজ্যাক করে। যা নেপালের কাঠমান্ডু থেকে নয়া দিল্লিগামী একটি ফ্লাইট ছিল। কিন্তু হাইজ্যাক করার পরে এই বিমানটিকে বিভিন্ন জায়গা হয়ে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয়।
তারপরে, ভারত সরকারকে তার যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সন্ত্রাসীদের দাবি মেনে নিতে হয়েছিল। তার মধ্যে একটি মূল দাবি ছিল তিন সন্ত্রাসীকে মুক্তি দেওয়া। মাওলানা মাসুদ আজহার, ওমর সাঈদ শেখ এবং মুশতাক আহমেদ জারগার সেই সময় ভারতের কারাগারে ছিল। আর ভারত সরকার তাদের ছাড়তে বাধ্য হয়েছিল। তাদের মুক্তির পর থেকে আজ অবধি, এই তিন সন্ত্রাসী ভারতে ঘটতে থাকা সন্ত্রাসমূলক ঘটনাগুলিতে সামিল রয়েছে।
সন্ত্রাসীদের আসল নাম লুকানোর চেষ্টা কেন?
'আইসি ৮১৪' শোতে, সন্ত্রাসীদের আসল নামের পরিবর্তে কোড নাম ব্যবহার করা হয়েছে। এই নামগুলো হলো- বার্গার, চিফ, শংকর ও ভোলা। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ উঠে আসছে। সন্ত্রাসীদের আসল নাম লুকোনোর চেষ্টা কেন করা হয়েছে, সেই প্রশ্নই তুলেছে নেটিজেনরা। শো এবং পরিচালক অনুভব সিনহার বিরুদ্ধে শুধু প্রতিবাদই নয়, মানুষ নেটফ্লিক্স-বলিউড বয়কট করার হ্যাশট্যাগও শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।