নেহা কক্কর
শেষ আপডেট: 30 April 2025 08:52
দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্ট চলাকালীন চোখের জল ফেলে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে শিরোনামে উঠে এসেছিলেন বলিউড গায়িকা নেহা কক্কর। কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর পর তিনি মঞ্চ থেকে অভিযোগ করেন, আয়োজকরা তাঁর দলকে প্রাথমিক প্রয়োজনীয়তাও সরবরাহ করেননি। খাবার, জল, হোটেল কিংবা অর্থ— কোনও কিছুর ব্যবস্থাই নাকি ছিল না। কিন্তু এবার সেই অভিযোগ খারিজ করলেন কনসার্টের আয়োজক সংস্থার প্রতিনিধি পেস ডি এবং বিক্রম সিং রন্ধাওয়া।
এক সাক্ষাৎকারে ইভেন্ট হোস্ট ও র্যাপার পেস ডি জানান, “মেলবোর্নের ‘বিট প্রোডাকশন’-ই নেহাকে আমন্ত্রণ জানিয়েছিল। দু’পক্ষই যখন নিজেদের দিক থেকে তাদের জায়গাটা পরিষ্কার করেছে, তখন আমরা চুপ থাকব কেন? আমি নিজে আয়োজক প্রীত পাবলা ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ও খুবই ভালো মানুষ। উনি বললেন, নেহা সময়মতো আসেননি। বারবার বলছিলেন, ‘এখন আমি যাব না, এটা করব না।’”
Neha Kakkar crying for being 3 hrs late at a Melbourne show
byu/offensive-but-true inBollyBlindsNGossip
পেস ডি-র বক্তব্যকে সমর্থন জানিয়ে বিক্রম সিং রন্ধাওয়া বলেন, “ভিড় তখন প্রস্তুত, উৎসাহে উচ্ছ্বসিত। সবাই নেহাকে দেখার অপেক্ষায়। কিন্তু উনি মঞ্চে আসেন রাত ১০টায়— নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০। ফলে, উপস্থিত দর্শকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। অস্ট্রেলিয়ায় মানুষ সময়কে খুব গুরুত্ব দেয়। অনেকেই পরিবার নিয়ে এসেছিলেন, কেউ কেউ AUD 300 (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫-১৬ হাজার টাকা) মূল্যের টিকিট কিনেছিলেন।”
পেস ডি আরও দাবি করেন, আয়োজকদের নাকি জানানো হয়েছিল— “শুধু ৭০০ জন দর্শক? যতক্ষণ না আরও লোক আসে, ততক্ষণ আমি পারফর্ম করব না।” অন্যদিকে, নেহা কক্করের অভিযোগ ছিল, আয়োজকেরা অনুষ্ঠান শুরুর আগেই জায়গা ছেড়ে পালিয়ে যান, তাঁকে ও তাঁর ব্যান্ডকে কোনও আর্থিক পারিশ্রমিক দেননি। এমনকি খাবার, হোটেল কিংবা জল কিছুই মেলেনি। তিনি আরও দাবি করেন, সাউন্ড চেক দেরি হয় কারণ আয়োজকেরা টেকনিক্যাল দলের প্রাপ্য অর্থ প্রদান করেননি।
তবে পেস ডি এই অভিযোগও উড়িয়ে দিয়ে বলেন, “এটা খুব বড়ো শো ছিল। পুরো টেকনিক্যাল সেটআপ প্রস্তুত ছিল। একাধিক শিল্পী পারফর্ম করেছেন। নেহার মাইক্রোফোন থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক ছিল। ও যেটা বলছে, সেটা সত্যি বলে মনে হচ্ছে না, কারণ আমাদের চোখের সামনেই সবকিছু সঠিকভাবে প্রস্তুত ছিল।” নেহা কক্কর ও আয়োজকদের দাবির এই বিপরীত মেরুতে অবস্থান কনসার্ট ঘিরে বিতর্ক আরও বাড়িয়েছে।