Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Neha Kakkar

অস্ট্রেলিয়ার কনসার্টে নেহা ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান দর্শকদের! অঝোরে কান্না গায়িকার 

মেলবোর্নে শো ছিল নেহার। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সেখানে পৌঁছন তিনি। শো-শুরু হওয়ার কথা ছিল ৭.৩০। কিন্তু নেহা সেখানে যান রাত সাড়ে দশটার সময়।

অস্ট্রেলিয়ার কনসার্টে নেহা ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান দর্শকদের! অঝোরে কান্না গায়িকার 

নেহা কক্কর

শেষ আপডেট: 25 March 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: এমন অভিজ্ঞতার শিকার অতীতে কোনওদিন হননি নেহা কক্কর। দেশে তো বটেই, বিদেশেও ঘটেনি এমনটা! তবু ঘটল। উঠল 'গো  ব্যাক' স্লোগান। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন নেহা! ক্ষমা চেয়েও লাভ হল না। কী করেছেন তিনি? 

মেলবোর্নে শো ছিল নেহার। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সেখানে পৌঁছন তিনি। শো-শুরু হওয়ার কথা ছিল ৭.৩০। কিন্তু নেহা সেখানে যান রাত সাড়ে দশটার সময়। নেহা মঞ্চে আশামাত্রই ওঠে গো ব্যাক স্লোগান। এরপরেই অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আপনারা এতটাই মিষ্টি, আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমার খারাপ লাগছে। কাউকে এভাবে অপেক্ষা করাতে আমার মোটেও ভাল লাগে না।" নেহা আরও যোগ করেন, "এতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা আপনারাই আমার কাছে পৃথিবী। এই সন্ধে আমি সারাজীবন মনে রাখব। আপনারা যে আপনাদের মূল্যবান সময় আমার জন্য রাখলেন সে কারণে আমি সত্যিই কৃতজ্ঞ।" 

এরপরেই নেহার উপর নেটিজেনদের রোষ বাড়তে থাকে। সামাজিক মাধ্যমে আসে একের পর এক কমেন্ট । একজন লেখেন, "খুব খারাপ লাগছে। এটা তো ভারত নয়, অস্ট্রেলিয়া, ওখানে সবাই সময়ের মূল্য দিয়ে থাকেন। এটা কিন্তু আপনি ঠিক করেননি।" তবে নেহা ভক্তরাও চুপ করে নেই। তাঁদের পাল্টা দাবি, ওই শো'র উদ্যোক্তারা টাকা নিয়ে নয়ছয় করেছিলেন। উপযুক্ত পারিশ্রমিক না পাওয়া সত্ত্বেও নেহা আসেন পারফর্ম করতে শুধুমাত্র দর্শকদের কথা ভেবে। তাঁর বোধহয় এই ব্যবহার প্রাপ্য নয়।" 

অস্ট্রেলিয়া ট্যুরে বেরিয়েছেন নেহা। এর আগে সিডনিতে পারফর্ম করেন তিনি। সেই পারফরম্যান্স বেশ শোরগোল ফেলে। আরও কিছু জায়গায় পারফর্ম করার কথা রয়েছে এই সঙ্গীতশিল্পীর। 


ভিডিও স্টোরি