শেষ আপডেট: 14th January 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। হাউহাউ করে কেঁদে ভাসাচ্ছেন নেহা কক্কর। তাঁর কেরিয়ার শেষ! সম্প্রতি এরকমই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘুরে বেড়াচ্ছে একাধিক ভিডিয়ো। যাতে লেখা, এক বিনিয়োগকারী প্ল্যাটফর্ম জনিত কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন নেহা! সত্যিই কি তাই? দ্য ওয়ালের অনুসন্ধানে বের হল এমন কিছু তথ্য ডিজিটাল দুনিয়ায় যা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়া মতো।
প্রথমেই জানিয়ে রাখা যাক, ভিডিয়োটি ফেক। এআই দ্বারা নির্মিত। তবে যিনি কাণ্ডটি ঘটিয়েছেন তাঁর মগজাস্ত্র বেশ উন্নত। যে ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে তাতে সংযোগ করা হয়েছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই খুলে যাচ্ছে সর্বভারতীয় জনপ্রিয় এক সংবাদমাধ্যমে ডিজিটাল ভার্সনের এক প্রতিবেদন। যাতে লেখা, 'নেহা কক্করের মুক্তির দাবিতে ভক্তদের প্রতিবাদ।"
সংবাদমাধ্যমের তরফে ছাপা হয়েছে ভেবে যে মুহূর্তে আপনি এই 'খবর' কে বিশ্বাস করতে যাবেন-- সাধু! সাবধান। লক্ষ্য করুন ওয়েবসাইটটির ডোমেনটি। যে জনপ্রিয় সংবাদমাধ্যমের নাম নিয়ে প্রতিবেদনটি ছাপা হয়েছে, ডিজাইন-ফন্ট এক হলেও ডোমেনটিই তো অন্য।
মানে, ফেক ব্যক্তি বা ব্যক্তিরা শুধু যে নেহার নামে মিথ্যে তথ্য ছড়িয়েছেন তা নয়, মানুষের কাছে নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলতে ওই সংবাদমাধ্যমেরও একটি ফেক ডোমেন লিঙ্ক তৈরি করে নিয়েছেন। শুধু তাই নয়, সেই ফেক ওয়েবসাইটে কপিল শর্মা ও নেহা কক্করের এআই নির্মিত এক নকল সাক্ষাৎকারও দেওয়া হয়েছে। এ ছাড়াও অন্য মহিলার মুখ নেহার মুখ বসিয়ে তৈরি করা হয়েছে গ্রেফতারির ভিডিয়োও।
অতীতে সলমন খান থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে রশ্মিকা মন্দানা সকলেই কম-বেশি ডিপফেকের শিকার হয়েছেন। তবে নেহা কক্করের এই ভিডিয়ো যেন ছাপিয়ে গেল সব কিছু।
তথ্য ও সূত্র: https://www.thequint.com/news/webqoof/neha-kakkar-got-arrested-emarlado-invest-scam-fake-news-website-fact-check#read-more