মা হতে চলেছেন নেহা কক্কর! বিয়ের দু'মাসেই সুখবর দিলেন গায়িকা, পোস্ট করলেন ছবিও
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে আরও এক সুখবর নিয়ে হাজির হলেন অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন, তিনি মা হতে চলেছেন। সে ছবিতে গায়িকার বেবি বাম্প বেশ স্পষ্ট। সেই সঙ্গে মুখভরা হাসি, গালের গোলাপি আভাই বুঝিয়ে দি
শেষ আপডেট: 18 December 2020 00:41
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে আরও এক সুখবর নিয়ে হাজির হলেন অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন, তিনি মা হতে চলেছেন। সে ছবিতে গায়িকার বেবি বাম্প বেশ স্পষ্ট। সেই সঙ্গে মুখভরা হাসি, গালের গোলাপি আভাই বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা খুশি। আজ সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নেহা, তাতে স্বামী রোহনপ্রীত তাঁকে জড়িয়ে আছেন। পেটে হাত দিয়ে আছেন নেহা নিজে! মুহূর্তে ভাইরাল ছবি ভরে গেছে শুভেচ্ছা বার্তায়।

ছবিতে নেহা শুধু হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #খেয়ালরাখাকার। অর্থাৎ মা হতে চলেছেন বলেই এখন নিজের বিশেষ খেয়াল রাখতে হবে তাঁর। এই আবদারই তিনি জানিয়েছেন নিজের স্বামীকে। রোহনপ্রীতও ছবিতে মন্তব্য করেছেন, "এখন তো তোমার আরও বেশি খেয়াল রাখব আমি।" সেই এক ছবি রোহনপ্রীতও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুজনের মুখের হাসিই জানান দিচ্ছে তাঁরা কতটা এক্সাইটেড।
এবছর ২৪ অক্টোবর রূপকথার গল্পের মতো বিয়ে সেরেছিলেন নেহা কক্কর। বিয়ের আগে পর্যন্ত জানতেও দেননি তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা। নেহার বিয়ের এক একটা অনুষ্ঠানের পোশাক দেখে চমকে উঠলেও, প্রিয়াঙ্কা, দীপিকা, অনুষ্কাকে নকল করে সেজেছিলেন বলে ভীষণ ট্রোল করা হয়েছিল তাঁকে। যদিও সে বিষয়ে নেহা আলাদা করে মুখ খোলেননি। কারণ জীবনের নতুন অধ্যায় শুরু করার পর রোহনপ্রীতের সঙ্গে তিনি যে ভীষণ ব্যস্ত ইদানীং।

বিয়ের পরেই হানিমুন করতে দুজনে মিলে পৌঁছে গিয়েছিলেন দুবাইতে। সেখানে গিয়ে দুজনেই যে চুটিয়ে মজাও করেছেন, তার কিছু কিছু ছবি নেহা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। প্রকাশ্যে স্বামীকে চুমু খাওয়ার ছবিও পোস্ট করেছিলেন নেহা। কয়েকদিনের মধ্যেই এত বড় বেবি বাম্প দেখে যদিও তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। তবুও শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন হবু মা-বাবাকে।
