রোহনপ্রীতের কথায় ভরা মঞ্চে কেন কেঁদে ফেললেন নেহা! ভিডিও পোস্ট করে নিজেই জানালেন গায়িকা
দ্য ওয়াল ব্যুরো: "শহর জুড়ে যেন প্রেমের মরশুম..."
করোনা আবহেই রূপকথার বিয়ে সেরেছেন রোহনপ্রীত-নেহা। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কেউ টের পাননি তাঁদের সম্পর্কের কথা। ভালবাসা মাখানো বিয়ের ছবি দেখে তাই চমকে গিয়েছিলেন নেহার অনুরাগীরা। বিয়ের
শেষ আপডেট: 7 January 2021 10:30
দ্য ওয়াল ব্যুরো: "শহর জুড়ে যেন প্রেমের মরশুম..."
করোনা আবহেই রূপকথার বিয়ে সেরেছেন রোহনপ্রীত-নেহা। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কেউ টের পাননি তাঁদের সম্পর্কের কথা। ভালবাসা মাখানো বিয়ের ছবি দেখে তাই চমকে গিয়েছিলেন নেহার অনুরাগীরা। বিয়ের বয়স মাত্র চার মাস। এর মধ্যেই রোহনের আদর, ভালবাসা, আবেগ তাঁর 'নেহু'র চোখে জল এনে দিয়েছে।
সদ্য বিবাহিত দম্পতির প্রেমকাহিনি শুনে আবেগে ভেসেছেন নেটবাসীও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন এই সময়ের অতি জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ভিডিওটি 'ইন্ডিয়ান আইডল' শোয়ের একটি এপিসোডের কিছুটা অংশ।

না, নেহার গানের ভিডিও নয়। রোহনপ্রীত-নেহার প্রেমের কাহিনি শেয়ার করেছেন রোহনপ্রীত নিজে। এক প্রতিযোগী তাঁদের প্রেম কীভাবে শুরু হল প্রশ্ন করলে, তার উত্তর দিয়েছেন স্বয়ং রোহনপ্রীত। তিনি বলেছেন, "একদিন সকালে তৈরি হচ্ছিলাম। হঠাৎ নেহার ম্যানেজার ফোন করল আমায়। জানতে চাইল গায়িকা নেহা কক্করের সঙ্গে আমি কাজ করতে রাজি কিনা। শুনে আমি মনে মনে খানিক নেচেই উঠলাম। নেহার সঙ্গে কাজ করব এটা তো ভাবতেই পারিনি। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম।"
রোহনপ্রীত জানালেন সেই ফোনটাই তাঁর জীবন ঘুরিয়ে দিল। তাড়াতাড়ি তৈরি হয়ে পৌঁছে গিয়েছিলেন নেহার সঙ্গে দেখা করতে। ঘরে ঢোকার সময় নেহা ঘুরে তাঁর চোখে চোখ রেখেছিলেন। সেই প্রথম-দেখা। সেই তাঁদের শুভ-দৃষ্টি! রোহনপ্রীত এও বলেছেন, "নেহা শুধু ওই গানের কথাগুলোই লেখেননি। আমার ভাগ্যও বদলে দিয়েছে নেহা। ও ভগবানের প্রিয়জন।"

সর্বভারতীয় চ্যানেলে রোহনপ্রীত নিজের ভালবাসার যখন জানাচ্ছেন, তখন সেটা শুনে নেহার চোখ ছলছল করে ওঠে। নিজেকে সামলাতে না পেরে মঞ্চেই কেঁদে ফেলেন তিনি। শেষে জড়িয়েও ধরেছেন জীবনসঙ্গীকে। ভিডিওটি নিজে শেয়ার করে নেহা লিখেছেন, "ওর ভালবাসা আমায় কাঁদিয়ে দিয়েছে। আমি ভাগ্যবতী ওঁকে কাছে পেয়ে। তোমার মতো আর কেউ নয়। ভগবান তোমাকে ভাল রাখুক।"